January 22, 2025
নারী'র খবরবিদেশ

সুইজারল্যান্ডে মুখ ঢাকা হিজাব নিষিদ্ধ ২০২৫ থেকে

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক ।। পহেলা জানুয়ারি ২০২৫ থেকে, সুইজারল্যান্ডে প্রকাশ্য স্থানে মুখ ঢাকা হিজাব বা বোরখা পরা নিষিদ্ধ করা হবে। এই বিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ১,০০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ১,১৪৩ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। বুধবার, সুইস সরকার নতুন বিধানটি ২০২৫ সাল থেকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

বিতর্কিত “অ্যান্টি-বুরকা” উদ্যোগটি ২০২১ সালের মার্চে ৫১.২% সুইস ভোটারের সমর্থনে অনুমোদিত হয়েছিল। নতুন সাংবিধানিক ধারাটি মুখ ঢাকা নিষেধাজ্ঞা সংক্রান্ত ফেডারেল আইনে অন্তর্ভুক্ত করা হবে। প্রশাসনিক জরিমানা প্রক্রিয়ার মাধ্যমে এটি কার্যকর করা হবে, যাতে প্রশাসনিক জটিলতা কম থাকে। প্রশাসনিক জরিমানা হবে ১০০ সুইস ফ্রাঙ্ক, যা সরাসরি ঘটনাস্থলে পরিশোধ করা যাবে। তবে যারা প্রশাসনিক জরিমানা দিতে অস্বীকৃতি জানাবে, তাদের জন্য সাধারণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং এর জন্য সর্বোচ্চ ১,০০০ সুইস ফ্রাঙ্ক জরিমানা হতে পারে।

মুখ ঢাকার ওপর নিষেধাজ্ঞা বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার স্থানে প্রযোজ্য নয়। উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানে মুখ ঢাকা যেতে পারে। এছাড়াও, স্বাস্থ্য, নিরাপত্তা, আবহাওয়া এবং স্থানীয় সুইস প্রথার কারণে মুখ ঢাকা অনুমোদিত থাকবে। শিল্পকলা ও বিনোদনমূলক পরিবেশনা এবং বিজ্ঞাপনের জন্যও মুখ ঢাকা অনুমোদনযোগ্য।

বিশেষ ক্ষেত্রে, যদি মতপ্রকাশ এবং সমাবেশের স্বাধীনতার প্রয়োজনে মুখ ঢাকা প্রয়োজন হয়, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ আগাম অনুমোদন দিয়ে থাকে এবং জনশৃঙ্খলা বা নিরাপত্তা বিঘ্নিত না হয়, তাহলে প্রকাশ্য স্থানে মুখ ঢাকার অনুমতি দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *