December 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ২

মেয়েদের খৎনা: ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতিও

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। বিশ্বব্যাপী মেয়েদের যৌনাঙ্গের অংশবিশেষ কেটে ফেলা বা খৎনা করার  পর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হয়।  যার প্রভাব শুধুমাত্র নারী স্বাস্থ্যেই নয়, অর্থনীতিতেও পড়ে।  বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেবে এর কারণে প্রতি বছর ১.৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়।

বিশ্বস্বাস্থ্য সংস্থার যৌন ও প্রজনন স্বাস্থ্য ও গবেষণা বিভাগের পরিচালক ড. ইয়ান আসকিউয়ের মতে, যেসব দেশে ফিমেল জেনিটাল মিউটিলেশনের (এফজিএম) চল আছে, সেখানে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি লাখ লাখ মেয়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ একইসঙ্গে এর পরবর্তী জটিলতা দূর করতে প্রয়োজনীয় চিকিৎসায় প্রচুর অর্থ খরচ হয়। এ কারণে একটি দেশের প্রধান প্রধান অর্থনৈতিক উৎসও দুর্বল করে দিচ্ছে।

যৌনাঙ্গ কেটে ফেললে বিভিন্ন বয়সী নারীর স্বাস্থ্য হুমকির মুখে পড়ে। যৌনাঙ্গের অংশবিশেষ কেটে ফেলার পরপরই সংক্রমণ, রক্তপাত, মানসিক আঘাতের সঙ্গে সঙ্গে এর স্বাস্থ্যগত সমস্যা আজীবনই বইতে হয় মেয়েদের। সন্তান জন্ম দেওয়ার সময় হুমকির মুখে পড়ে কোন কোন নারীর জীবন। ঋতুস্রাব, প্রসাব এবং যৌন মিলনের সময় ব্যথা বা অন্য সমস্যায় ভোগেন অনেকে। প্রতিটি পর্যায়েই প্রচুর যত্ন ও টাকা প্রয়োজন হয়৷

ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *