আমি নারী দিবস চাই না….
লিহান লিমা।। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম একদিকে যেমন নারীর প্রতি শুভেচ্ছা বার্তা, নারী অধিকার সম্পর্কে নানা কথা ও সচেতনতায় ভরে উঠছে, ঠিক তেমনি আছে পুরুষ দিবস না থাকার আক্ষেপ ও নারী দিবস পালন করা কেনো ঠিক নয় তার বিচার-বিশ্লেষণও।
আচ্ছা, কী কারনে দিবস উদযাপন করা হয়?
স্কুলে থাকতে দিবসের সংজ্ঞা পড়েছিলাম। পুরোটা মনে নেই, যা আছে তা এক কথায় হলো, কোন কিছুকে বিশেষভাবে উদযাপন করা। কোন ব্যক্তি, বস্তু, ঘটনা ও আন্দোলনকে বিশেষভাবে মর্যাদা দিয়ে দিবস উদযাপন করি আমরা। যেমনভাবে পালন করি স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মে দিবস, এইডস সচেতনতা দিবস, স্তন্য ক্যান্সার প্রতিরোধ দিবস ইত্যাদি ইত্যাদি।
পোশাক শ্রমিক মালিকদের সংগঠন- বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেছেন, তিনি কোনো নারী দিবস চান না, চান মানুষ দিবস। আচ্ছা তার কথাকে কিছুক্ষণের জন্য মেনে নিয়ে যদি বলি স্বাধীনতা দিবস চাই না, প্রতিটি দিবসই দেশাত্মবোধ দিবস! কিংবা মে দিবস চাই না, প্রতিটি দিবসই শ্রমিক অধিকার দিবস, কিংবা চাই সমতা দিবস। এক দিনের জন্য স্বাধীনতা দিবস, কিংবা শ্রমিক দিবস পালন করা মানে অন্যদিনগুলোতে এর বিপরীত চিন্তার ফাঁদে পড়া। তাহলে সংজ্ঞাটা কী দাঁড়ায়?
রুবানা হকের জানার কথা মে দিবস কোন প্রেক্ষাপটে পালন করা শুরু হয়েছিলো। যদি শ্রমিক শোষণ, শ্রমিকের রক্ত চোষার পুঁজিবাদী মানসিকতা না থাকত, তবে শ্রমিক দিবসের জন্ম হত না, এটি পালন করা হত না।
পুরুষতন্ত্রের ধ্বজ্জাধারী কিছু নারী ও কিছু পুরুষ বন্ধুর আক্ষেপে কষ্ট পেয়ে এবং কৌতুহলি হয়ে গুগল মামার দৌলতে জেনেছি যে পুরুষ দিবসও আছে। বিশ্ব পুরুষ দিবস ১৯ই নভেম্বর। পুরুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা, সমতা সৃষ্টি ও পুরুষের ইতিবাচক মনোভাব তুলে ধরার লক্ষ্যে এটি পালন করা হয়। কিন্তু যেহেতু পুরুষরা এরইমধ্যে নিজের মানবিক অধিকারের ষোলকলা পূর্ণ করে নারীর অধিকারের কর্তৃত্বের ছিপ হাতে নিয়ে বসে আছেন তাই পুরুষ দিবস থাকা সত্ত্বেও এটি আড়ম্বরে পালন করার গুরুত্ব হারিয়েছে।
এই প্রেক্ষাপট চিন্তা করে দেখলাম, আমিও নারী দিবস চাই না। বরং নারী স্বাধীনতার পূর্ণ বাস্তবায়ন, নারীর প্রতি যৌন সহিংসতার বিলোপ, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা, লিঙ্গ বৈষম্য মোচন হলে প্রতিটি দিনই হবে নারীর দিন। তাহলে সত্যিই ১৯ নভেম্বরের মতো ৮ মার্চ গুগল সার্চ দিয়ে বের করা লাগবে। আমি চাই পুরুষ দিবসের মত নারী দিবসও গুরুত্ব হারাক। নারীর ক্ষমতায়ন নারী দিবসের গুরুত্বকে ম্লান করে দিক।
সেই সুদিনের জন্য আমি অধির আগ্রহে অপেক্ষা করছি…
লিহান লিমা: শিক্ষার্থী ও সাংবাদিক
[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব মতামত]