January 22, 2025
সাহিত্যকবিতা

জীবন

সাকিনা হুদা।।

শুনেছি বিশাল এ পৃথিবী

কত রঙ কত মধুময়

মাগো, আমি তো দেখিনি কিছুই

ঈশ্বর কি দয়াময়?

 

আমি তো দেখেছি শুধু রান্নাঘরের বাসনকোসন

ঘর সাজানোর নানা আয়োজন

ঝাড়ু বালতি খুন্তি – এসবই আমার  নিত্যদিনের সঙ্গী, জীবনের উপহার!

বাড়ির ছাদের আলোবাতাস আমাকে কেবলই ডাকে

এর বাইরে জীবন কেমন

জানতে ইচ্ছে করে!

ইচ্ছেপূরণের সময় আর কই?

 

হাঁটতে কষ্ট হয়- এর চেয়ে বড় অপরাধ আর নেই

কারো সাথে আলাপনে ভুলত্রুটি

বড় হয়ে দেখা দেয়

কে যে ভালবাসে আর কে যে বাসেনা

বুঝতে পারি না হায়!

 

মাগো, তোমরা ভেবেছ আমি ভুলে গেছি সব তান?

ভুলে তো যাইনি আমি-

ইচ্ছে হয় খুব শোনাই তোমাদের

আমার সেই গান!