January 22, 2025
সাহিত্যকবিতা

পারুল এবং আমি

দিল আফরোজ বিনতে আছির।।

 

পারুল এবং আমি

দাঁড়িয়ে আছি একই সমান্তরালে

পারুল কষ্ট গিলে ফেলতো, আমিও

নির্যাতনের ক্ষত আমরা পাল্লা দিয়ে লুকাতাম।

পারুল আজ মুখ খুলেছে, প্রতিবাদী হয়েছে

পারুল একটি অনবদ্য গল্প আজ সবার মুখে মুখে

কেউ বলছে, পারুল একটি সাহসের নাম

কেউ বলছে, মেয়েটা কি আসলে ভালো,চরিত্র ঠিক আছে তো?

ভালো মেয়ের এরকম অবস্থায় পড়তে হয় কখনো?

কেউ নিশ্চুপ, জল যেদিকে গড়াবে, মন্তব্য সেদিকে করবে

কেউ কেউ বলছে,ঘটনার নায়ক কিংবা ভিলেন নির্ধারিত হবে বিচারিক আদালতে

তার আগে কারও পারিবারিক বিষয় নিয়ে আলোচনা কেন?

কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে রুচিতে বাঁধে সুশীল সমাজের।

কিন্তু পারুল নায়িকা নাকি খলনায়িকা সেটা তার চরিত্র ব্যবচ্ছেদ করেই বের করে তারা

বিচারিক আদালত পর্যন্ত অপেক্ষার সূত্র এখানে খাটে না।

পারুল তবুও এগিয়ে যায়, একলা, অসীম সাহসে

সে জানে যুদ্ধটা তাকে একাই করতে হবে

তবুও সে দমে না, আরো আত্মবিশ্বাসে সে মাথা তুলে বাঁচতে চায়।

একজন একজন করে পারুলরা এসে দাঁড়ায় পাশে

আমিও ক্ষীণ পদক্ষেপে দাঁড়াই, সংকুচিত ভয়ে।

পারুল বিচার পাবে তো?

পারুল বিচার পেলে আমিও সাহসী হবো

বিষ না গিলে গলা তুলে চিৎকার করে খুলবো প্রতারকের মুখোশ !

পারুলদের হেরে যাওয়া দেখতে দেখতে আমরা সাহসী হতে ভুলে যাই

আর হায়েনারা দুঃসাহসের দর্পে পারুলদের পৃথিবী তছনছ করে দেয়।

আমি আলো চাই

অন্তত একজন পারুলের জয় চাই

অসংখ্য পারুলের শিরদাঁড়া সোজা করার জন্য

আমিও জয়ী পারুলের পথে হাঁটতে চাই।