December 23, 2024
নারী'র খবরবিদেশ

সৌদি আরবে ‘ভোগ’র ফটোশুট, আটোসাটো পোশাকে মডেলরা!

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। সৌদি আরবের  মদিনায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপার মডেলদের নিয়ে ফটোশুটের আয়োজন হয়েছে।  যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাময়িকী “ভোগ”এর সৌদি আরব সংস্করণ “ভোগ অ্যারাবিয়া” ফটোশুটটির আয়োজন করেছে। খবর মিডল ইস্ট মনিটরের।

মডেল ফটোশুটটির আয়োজন করেছেন লেবানীয় ডিজাইনার এলি মিজরাহি। ফটোশুট হয়েছে সৌদি আরবের মদিনা প্রদেশের আল-উলায়। এলাকাটি মুসলিমদের পবিত্র স্থান মদিনা শহর থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে বলে জানা গেছে। ৮ জুলাই ভোগ অ্যারাবিয়া ওই ফটোশুটের কিছু ছবি প্রকাশ করে। শুটে অংশ নেন কেট মস, মার্সিয়া কার্লা বসকোনো, ক্যানডিস সোয়েনপোল, জর্ডান ডান, জিয়াও ওয়েন এবং অ্যালেক ওয়েকের মতো সুপার মডেলরা। প্রায় ২৪ ঘণ্টা ধরে চলে এই ফটোশুট। “আল-উলায় ২৪ ঘণ্টা” নামের ওই ফটোশুটে মডেলরা আটসাট পোশাকে ছবি তুলেছেন।

তেলের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছে সৌদি রাজপরিবার। তাই পর্যটন শিল্পের ওপর নজর দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ফটোশুট।