February 23, 2025
সাহিত্যকবিতা

নৈবেদ্য

অনিমেষ রহমান।।

 

কি অদ্ভুত তুমি!
আমায় দেখলে বাঁকাচোখে,
যেন আমি একজন ছিনালিপনা করা রাজনৈতিক বেহায়া,
অথচ অনেক সত্যের মতো
জানলেনা তুমিও
আমি তোমার পায়ের কাছে ঝরে পড়া ফুল,
নাম না জানা এক শেষরাতের শিউলী, বকুল।