November 21, 2024
সাহিত্যকবিতাফিচার ৩

ভাষা

খান মুহাম্মদ রুমেল।।

বাংলা ইংরেজি হিন্দি ফরাসী কিংবা স্প্যানিশ নয়। নয় অস্ত্রের ভাষায়!

তোমার সঙ্গে কথা হোক এবার ফুলের  ভাষায়।

তোমার মুখোমুখি হলে সব ভাষা হারিয়ে যায়।

শব্দেরা উড়ে যায় শিমুল তুলার মতো।

উথালি বাতাস কেবল ডাকে-

আয় কাছে আয়।

বাতাসে ছড়িয়ে পড়া সৌরভ তোমার শরীরের

নাকি কোনো বুনো ফুলের?

ফারাক বুঝতে কষ্ট হয়।

অনেক পথ হেঁটেও তোমার দেখা না পেয়ে ভর করে সংশোধনহীন ক্লান্তি।

তখন মনে হয় –

আমাদের ভাষা তো গচ্ছিত আছে সেই প্রাচীন বটবৃক্ষের কাছে…