April 12, 2025
সাহিত্যকবিতা

কেন ভাবো একরত্তি?

ফারহানা সরকার।।

 

আমি মুক্তি

আমি শক্তি

আপনা কর্মে

সদা চঞ্চল

মননে রাখি ভক্তি..

আমি যুক্তি

আমি সত্যি,

পিছনে ফেলি

শৃঙ্খল যত

কেন ভাবো একরত্তি?

আমি নারী

আমার জঠরে

তোমাকে করেছি সৃষ্টি।