November 21, 2024
ফিচার ৩মুক্তমত

মেয়েদেরকে তাদের মত করে বাঁচতে দিন!

প্রিথুলা মারজান।। আমি বুঝতে পারি না মানুষ কীভাবে এমন হতে পারে। কীভাবে পারে ধর্ষণ এর খবর রসিয়ে রসিয়ে বলতে। অথচ ধর্ষণ শব্দটাই কেমন ভয়ংকর!

যখন কেউ ধর্ষণ করে কেউ, আর সেই ধর্ষণের জন্য যারা মেয়েদেরই দোষ দেয়, আমার মনে হয় কি তারাই ধর্ষকদের থেকে বড় কালপ্রিট। এরাই ধর্ষকদের বড় সহযোগী,পৃষ্ঠপোষক। কেউ কেউ দোষ দ্যায় মেয়েগুলারে যে মেয়েটাই খারাপ। হ্যা, তাই তো। মেয়েটাই খারাপ, কারণ মেয়েটা ওদের মনমতো দাসী হয় নাই। ওদের গড়া ফ্রেমে বন্দি হয়নি।

অস্থির না?

শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করবেন, সংখ্যালঘুদের ধর্ষণ করবেন, গার্মেন্টস কর্মীদের ধর্ষণ করবেন, ধর্ষণ করবেন চার সন্তানের জননীকে, ধর্ষণ করবেন মেয়েকে বাপের সামনে, ধর্ষণ করবেন স্ত্রীকে স্বামীর সামনে, ধর্ষণ করবেন নাবালিকাকে, ধর্ষণ করবেন মা’কে মেয়ের সামনে। প্রতিনিয়ত ধর্ষণ নিয়ে লেখার মত সাহস আমার নাই। আর আমিও চাই না, কিন্তু যখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কেউ এমন জঘন্য কাজ করে, যখন ক্ষমতাসীন দলের কেউ ধর্ষণ করে তখন না বলে বসে থাকতে পারি না। আমার লজ্জা লাগে, ভয়ও হয় এই জন্য যে এরা নাকি আবার দেশের কর্ণধার হবে।

একটা মেয়ের বাইরে বের হওয়া নিয়ে আপনার সমস্যা, তার পোষাক নিয়ে আপনার সমস্যা, তার এক্সপ্রেশনে আপনার সমস্যা, তার চলন-বলন, গেট আপ এ সমস্যা।আসলে কি, মেয়েজাতিকে নিয়েই আপনার সমস্যা!

বিশ্ববিদ্যালয়ে পড়লেই মেয়ে খারাপ হয়ে যায় আপনাদের মতে, সে হয়ে যায় বেশ্যা কারণ সে আর তখন আপনাদের হাতের মুঠোয় থাকে না। আর এটাই আপনাদের সমস্যা। মেয়ে ক্যান আপনার মতের বিরুদ্ধে যাবে। সে থাকবে আপনার হুকুম তামিলের দাসী হয়ে! মেয়েটা লেখাপড়া শিখলেও জ্বালা না শিখলেও জ্বালা। না শিখলে আপনারাই বলবেন মেয়েটা কিছু জানেনা, মূর্খ। শিখলে বলবেন বেশ্যা।

মেয়েদের নিয়ে আপনাদের এত চুলকানি ক্যান আমার তাইই বুঝ আসে না। পারেন না তাদেরকে তাদের মনমতো ছেড়ে দিতে? তাদেরকে তাদের নিজের মত করে বাঁচতে দিতে?

তাদেরকে বাঁচতে দিন, সবার জীবন সুন্দর হবে।

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব বক্তব্য]