December 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ২

পোল্যান্ডে গর্ভপাত নিয়ে নতুন আদেশের বিরুদ্ধে হাজার নারীর বিক্ষোভ

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। পোল্যান্ডে এক আদালতের গর্ভপাত সংক্রান্ত নতুন আদেশের বিরুদ্ধে সারাদেশে হাজার হাজার নারীর বিক্ষোভ এবং প্রতিবাদ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার পোল্যান্ডের ওই আদালত এক রুলিং জারি করেছে, এতে বিশেষ কয়েকটি কারণ ছাড়া গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পোল্যান্ডে গর্ভপাতের আইন খুবই কঠোর। এর মধ্যে নতুন এই আইনে ভ্রূণের বিকৃতির কারণে যেসব গর্ভপাত করা হয়, তা অবৈধ হয়ে গেলো। বৃহস্পতিবার আদালতের ওই রায়ের মাধ্যমে ধর্ষণ, অজাচার ও মায়ের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ছাড়া সকল ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ করা হয়। এ রায়ের বিরুদ্ধে দেশজুড়ে তুমুল আন্দোলন চলছে।

পোল্যান্ডের সরকারি দাবি অনুযায়ী— প্রতি বছর অন্তত দুই হাজার গর্ভপাতের ঘটনার আইনি নিষ্পত্তি হয়ে থাকে। তবে বিক্ষোভকারী নারীদের দাবি— প্রতি বছর প্রায় দুই লাখের মতো গর্ভপাতের ঘটনা ঘটে থাকে, এর বেশিরভাগই অবৈধভাবে বা দেশের বাইরে করা হয়।

নতুন এই রায়ে পোল্যান্ডে গর্ভপাত প্রায় অসম্ভব হয়ে গেছে। এই রায়ের বিরুদ্ধে নারীরা দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছেন। রাজধানী ওয়ারশ-সহ পোজনান, রোকলো, ক্রাকো শহরেও বিক্ষোভে নেমেছেন নারীরা।

শুক্রবার সকালে রাজধানী ওয়ারশে ডেপুটি প্রধানমন্ত্রী জারোস্লাও কাচজানাস্কির বাড়ির সামনে বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের উপর পিপার স্প্রেও ব্যবহার করে। শুক্রবার রাতে বিক্ষোভরতরা আবারও ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়। ওই রাতেও পুলিশ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করে। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে “এটি যুদ্ধ”, “তোমাদের হাতে রক্ত” ইত্যাদি স্লোগান লেখা দেখা যায়। সোমবার পর্যন্ত রাজধানী ওয়ারশসহ দেশটির অন্যান্য শহরে আন্দোলন অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা। বরং শুক্রবারের পর তিন দিন আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পোল্যান্ডের এক আদালতের রুলিংয়ে বলা হয়— গর্ভপাতকে বৈধ করে ইতিমধ্যে যেসব আইন জারি হয়েছে তা দেশটির সংবিধান পরিপন্থী। গত বছর পোল্যান্ডের সরকারি দল পিআইএস থেকে সংসদে প্রতিনিধিত্ব করছেন এমন এক এমপির করা মামলার রায়ে এ রুলিং দেন আদালত। পিআইএস কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত। দলটির এমপির করা ওই মামলা নিষ্পত্তিতে আদালতের বেঞ্চের বেশিরভাগ বিচারকও ওই দলেরই মনোনীত ছিলেন  বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

আদালতের এই রায়ের পর পোল্যান্ডের ভিতরে ও বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি নিরপেক্ষ জরীপে দেখা গেছে, পোল্যান্ডের বেশিরভাগ মানুষই গর্ভপাত সংক্রান্ত কঠোর আইনের বিপক্ষে।