December 23, 2024
সাহিত্যকবিতা

নিয়ন আকাশ

খান মুহাম্মদ রুমেল।।

চোখজোড়া বড় বেখেয়ালি
সবুজ দেখে
ছলকে ওঠা জল দেখে
নিয়ন আলোর ঝলক দেখে
আরো দেখে চাঁদ।

বিলের জলে পদ্ম দেখে
কঁচুপাতার শিশির দেখে
আরো দেখে রাত।

চোখজোড়া বড় বেখেয়ালি
শহরজুড়ে রাস্তা দেখে
রঙ বেরঙের পাখি দেখে
আরো দেখে আকাশ।

কুঁকড়ে যাওয়া কুকুর দেখে
ফুটপাতে বৃদ্ধ দেখে
আরো দেখে বাতাস।

সব দেখে,
দেখে দেখে তোমায় দেখার তৃষ্ণা পোষে।