November 2, 2024
ফিচার ৩মুক্তমত

‘মায়ের জাত, বোনের জাত’ বলে মেয়ের সম্মান হয় না, পরিহাস হয়

তৌকির ইসলাম।। আমাদের জন্মের পর থেকে সমাজের একটি প্রচলিত কথা মন্ত্রের মত আমাদের কানের সামনে আওরানো হয়। মেয়েরা মায়ের জাত, মেয়েরা বোনের জাত। এই মন্ত্রের উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে যেন পুরুষ সম্মান করে, খারাপ কোন কিছু না ভাবে। উদ্দেশ্যটা মহৎ কিন্তু প্রক্রিয়াটা বড়ই নড়বড়ে। নারী তো মনুষ্য জাতি। নারীকে সম্মান করতে হবে একজন মানুষ হিসেবে, তার অধিকার দিতে হবে মানুষ হিসেবে। মায়ের জাত, বোনের জাত বলে মেয়ের সম্মান হয় না, অধিকার রক্ষিত হয় না। বরং আমার কাছে এটা এক ধরণের শাক দিয়ে মাছ ঢাকার মত মনে হয়। যদি আমি নিজে একজন মানুষ হয়ে আমার বিপরীত লিঙ্গের একজনকে মানুষ হিসেবে সম্মানই করতে না পারি তবে এটাই মানতে হবে যে আমি আমার মা-বোনকেও সম্মান করি না। কারণ মা, বোন এই শব্দগুলো সমাজের সৃষ্টি এবং বায়োলজিকাল আউটপুটের কন্সিকুয়েন্স। সমাজ যতদিন পর্যন্ত মানুষ হিসেবে নারীকে না গণ্য করবে ততদিন পর্যন্ত নারীর যথাযথ সম্মান রক্ষিত হবে না। মায়ের জাত, বোনের জাত বলে যারা জপমালা পড়েই যাচ্ছে তাদের ঘরে গিয়ে একবার একটু দেখুন নারীর অধিকার, সম্মান কেমন! কবি সেখানেই নীরব।

আর না হয় তর্কের খাতিরে ধরেই নিলাম নারীকে মা কিংবা বোনের জাত হিসেব করলেই নারীর সম্মান সমুন্নত থাকবে; তাহলে স্ত্রী, প্রেমিকা, বান্ধবী এসব সামাজিক সম্পর্কগুলোর সম্মান কীভাবে নির্ধারিত হবে? পুরুষের যেমন সমাজে নিজ সম্মান আর অধিকার রক্ষায় পিতা বা ভাইয়ের জাত বিবেচনা করতে হয় না, ঠিক তেমনি নারীর সম্মান, অধিকার রক্ষায় জাত-পাত কোন কাজে আসে না বরং যেটা দরকার তা হল এটা মেনে নেয়া যে নারী মনুষ্য জাতি। যে সমাজে পিতা তার সৎ কন্যাকে ধর্ষণ করে, মামা চাচা তার ভাতিজী বা ভাগ্নিকে সেক্সুয়ালি মলেস্ট করে, সেই সমাজে মায়ের জাত, বোনের জাত এসব মন্ত্র হল বিষধর কিং কোবরার সামনে ওঝার মাদুলির মত যা কোবরার এক ফোঁসফোঁসানিতেই নির্বিকার। আমাদের প্রত্যেকের পরিবার থেকে ছেলে শিশু সন্তানকে এটাই বুঝানো উচিত যে তোমার মেয়ে সহপাঠী তোমার মতই একজন। তোমাকে যেমন কেউ খারাপ কিছু বললে, খারাপ কিছু করলে তোমার রাগ হয়; তোমার মেয়ে সহপাঠীর সাথে তুমি এমন কিছু করলে তারও রাগ হয়। তুমি যেমন তোমার ছেলে বন্ধুকে সমীহ করে চলো, তোমার মেয়ে সহপাঠীকেও তেমনি সমীহ করে চলতে হবে।

মায়ের জাত কিংবা বোনের জাত মাথায় নিয়ে নারীকে সম্মান করা হয় না বরং তাকে পরিহাস করা হয়।

সমাজের এই মন্ত্রের আরেকটা ভয়াবহ দিক আছে। পরিবারে যখন ছেলে শিশুটি বেড়ে উঠতে থাকে তখন সে দেখে যে তার মা বা বোন কতটা অসহায় তার বাবা, চাচা, মামা, দাদা, নানা এদের কাছে। তার মা বোনের নিজের স্বাধীনতা নেই, নিজের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আমার কাছে মনে হয় এই মায়ের জাত, বোনের জাত শুনতে থাকা ছেলে শিশুটি মেয়েদেরকে অসহায় অবলা হিসেবে ধরে নেয় তার মা-বোনের অবস্থা দেখে। আর তখন তার ভিতরে মেয়েদের প্রতি জন্ম নেয় করুণা, সম্মান নয়। আর তা না হলে সে ধরে নেয় মেয়েদের সাথে যা খুশি করা যায় যেমনটা তার চোখের সামনে তার মা বোনের সাথে হয়ে এসেছে। আমাদের এই সাউথ এশিয়ান কন্টেক্সটে নারী নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে পরিবার থেকেই সঠিক শিক্ষার অভাব। পরিবারই বেশিরভাগ ক্ষেত্রে নারীকে মানুষ ভাবা শেখাতে পারে না। মুরগির রান খাবে ভাই, মাছের মাথা খাবে ভাই; বোন মেয়ে তার অল্প খেলেই চলে নতুবা তুমি বোন তোমাকে স্যাক্রিফাইস করতে হবে- এইসব শিক্ষাই আসলে আমাদের সমাজে ‘মায়ের জাত, বোনের জাত’ মন্ত্রের উদ্ভব ঘটিয়েছে।

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব বক্তব্য]