January 22, 2025
ফিচার ২মুক্তমত

নির্যাতন সহ্য করা মানে নিজেকে ভালোবাসেন না

তানজিয়া রহমান।। অনেক সময় জীবনে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে বুঝে শুনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা উচিত। বাস্তবায়নের আগে পর্যন্ত সিদ্ধান্ত দৃঢ় রাখা, পাছে লোকে কি বললো সেটা না ভেবে সামনের দিকে অগ্রসর হওয়া খুব জরুরি। লোকে তো কত কী বলে। যখন তুলসিপাতা থাকবেন তখনও বলবে আর যখন কাঁঠাল পাতা হবেন তখনও বলবে। মানুষের কথায় নিজের জীবন বিসর্জন দেয়ার কোনো মানে দেখি না। সে যত আপনজনই হোক।

দিনের পর দিন অত্যাচার, অন্যায়, নির্যাতন সহ্য করা মানে আপনি নিজেকে ভালোবাসেন না। ভালোবাসেন নির্যাতককে। নির্যাতক জন্ম দেয়া পরিবারকে, আত্মীয়কে, সমাজকে। সেক্ষেত্রে আপনি ভবিষ্যতেও নিজ ইচ্ছায় নির্যাতনের শিকার হন কোনো অভিযোগ ছাড়া। নির্যাতিত হতে হতে পুতুল হয়ে যান। খেলা শেষ হলে একসময় পরিত্যক্ত (খুন) হয়ে যান।

আর যদি এসব কিছু না চান, তাহলে ঘুরে দাঁড়ান। নিজেকে ভালোবাসুন। সম্মান করুন। নির্যাতক জন্ম দেয়া পরিবার, আত্মীয়, সমাজের পরানো শেকল ভেঙে ফেলুন। সামনে এগিয়ে যান। আপনার জীবনকে নিজের মতো সাজান। কাউকে পাশে না পেলে তাতে আক্ষেপ না করে নিজেই নিজের পাশে দাঁড়ান। সবাইকে সাথে পেয়ে একটা কুৎসিত জীবন যাপনের থেকে একা একটা সুন্দর জীবন যাপন শ্রেষ্ঠ।

মানুষের জীবনে আত্মসম্মানবোধ জরুরি। অত্যাধিক জরুরি। নিজেকে ভালোবাসা, সম্মান করা, নিজের মতামতকে প্রাধান্য দেয়া গুরুত্বপূর্ণ। নিজের মতামতে বা সিদ্ধান্তে ভুল থাকতে পারে। ভুল হলে সেটা থেকে শিক্ষা গ্রহণ করুন।

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব বক্তব্য]