January 22, 2025
নারী'র খবরবিদেশফিচার ২

বাইডেন-কমলার সিনিয়র প্রেস টিমের সবাই নারী

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন তার সিনিয়র প্রেস টিমের সব পদে নারী কর্মী নিয়োগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউজ প্রেস টিমের সবকটি জ্যোষ্ঠ পদে নারী নিয়োগ দিলেন কোনো প্রেসিডেন্ট। রোববার জো বাইডেন এক ঘোষণায় বলেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি, হোয়াইট হাউজের সিনিয়র প্রেস টিমের সবাই নারী”।

জো বাইডেনের প্রেস টিমের নেতৃত্ব দেবেন ক্যাট বেডিংফিল্ড। তিনি বাইডেনের নির্বাচনী ক্যাম্পেইন টিমের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া জেন সাকি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে বারাক ওবামার আমলে হোয়াইট হাউজে কমিউনিকেশন ডিরেক্টর পদে কাজ করেছেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিসের প্রেস টিমে নেতৃত্ব দেবেন সিমনে স্যান্ডার্স ও অ্যাশলি এতাইয়েনে।

এর আগে জো বাইডেন তার মন্ত্রিসভা ও সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে মনোনীতদের নাম ঘোষণা করেছিলেন, সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক নারী অন্তর্ভুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে মন্ত্রিসভায় নিয়োগ পেতে মনোনীতদের সিনেটে শুনানির মুখোমুখি হতে হয়। তবে হোয়াইট হাউজ প্রেস টিমকে সিনেটের মুখোমুখি হতে হয় না।

গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন জো বাইডেন। তার রানিংমেট কমলা হ্যারিস দেশটির ইতিহাসে প্রথম নির্বাচিত কোনো নারী ভাইস প্রেসিডেন্ট। আগামী ২০ জানুয়ারি বাইডেন-কমলা দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। এর আগেই তারা সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়া শুরু করেছেন।