দায় শোধ
মেহেরুন নূর রহমান।।
(এই কবিতাটির কিছু অংশ একটি ইংরেজি গান থেকে অনুপ্রাণিত হয়ে লেখা)
সারা বিশ্ব জুড়ে শব্দহীন কিছু কথোপকথন ঘুরে বেড়ায়
অসংখ্য কণ্ঠস্বর যা আমরা মন দিয়ে কেউ শুনিনা
আমাদের আত্মসন্মান নিয়ে, শিরদাঁড়া উঁচু করে না দাঁড়াবার হাজার কারণ আছে
অগুনিত নারীর বোধনে এই চিন্তা এসে আবার পিছলে যায়
প্রিয় পুরুষ, আমার কথা শুনে আপনাদের রাগ হচ্ছে জানি
আমাকে আপনার ক্রোধ দেখাবেন না
আমি স্বপ্ন দেখি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের
আপনাদের তৈরি পুরুষালী সৌর্যের কাঁচের মহলটি ভেঙে ফেলা দরকার
আমি আন্তরিকতা নিয়ে বলতে চাই,
বন্ধু হিসাবে আমরা সহ অবস্থান করতেই পারি
আর আমার শরীরকে শ্রদ্ধা করতে শিখুন, কারণ
এর মাধ্যমেই আপনি পৃথিবীতে এসেছেন
প্রিয় নারী, মাথা উঁচু করে শিরদাঁড়া শক্ত করে দাঁড়াও
জানি তুমি সোজা হয়ে দাঁড়ালেই সবাই তোমাকে অসভ্য মেয়ে বলবে
তুমি আত্মসম্মানের কথা বললে তোমাকে সবাই নোংরা আখ্যায়িত করবে
তুমি প্রতিবাদী হলে সবাই তোমাকে পতিতা বলবে
আমি বলি তোমার গলার স্বর উঁচু কর, তুমি খারাপ মেয়ে হও
আমি চাই সবাই তোমাকে খারাপ মেয়ে বলুক
তাদের বলা মন্দ উপায়ে মন্দ মেয়ে হয়ে পাহাড় প্রমাণ তরঙ্গ জাগাও
খারাপ হয়ে তাদের বাধ্য কর তোমার কথা শুনতে
তোমার ভালোমানুষির দেনা শোধ কর তথাকথিত খারাপ মেয়ে হয়ে
অসভ্য, মন্দ, খারাপ এই তোমাকেই আমার সকল শ্রদ্ধার্ঘ্য দেবার ইচ্ছে