January 22, 2025
সাহিত্যকবিতাফিচার ৩

ধর্ষকের প্রতি

মেহেরুন নূরে রহমান।।

 

এই যে আমায় ছিড়লি খুড়লি
খুব কি শান্তি পেলি?
জোর করে সব কেড়ে নিয়ে
খুব কি সুখি হলি?

ভাবছিস তুই পুরুষ ভীষণ
জিতে গেলি শেষমেশ
তোর জন্য ঘেন্না আমার
অফুরন্ত অশেষ

মনে করছিস অপবিত্র আমি
হারিয়ে আমার লাজ
তুই-ই বরং নোংরা হলি
অভিশপ্ত হলি আজ

হারাইনি কিছু, জেনে রাখ তুই
আমি পবিত্র সুন্দর
তুই হারিয়েছিস মনুষ্যত্ব তোর
তুই কুৎসিত তুই মর

কত নিচ তুই ভাবতে পারিস
কদর্য জঘন্য
নিজেদের আবার শ্রেষ্ঠ ভাবিস
মেয়েদের নগণ্য!

এ তোদের অস্ত্র জানি করতে রুদ্ধ
মেয়েদের দিনরাত
সময় এসেছে ঘুরে দাঁড়াবার
উপড়ে নিতে বিষদাঁত

তোর জন্য করুণা আমার
তুই যে কাপুরুষ
শত জনমের অভিশাপ তোকে
ধিক তুই অমানুষ