December 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ৩

মিসক্যারেজ হলে সবেতন ছুটি নিউজিল্যান্ডে

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। নিউজিল্যান্ডে মায়ের মিসক্যারেজ হলে বা মৃতসন্তান প্রসব করলে তিন দিনের সবেতন ছুটি পাবেন মা ও তার সঙ্গী। বুধবার (২৫ মার্চ) নিউজিল্যান্ডের পার্লামেন্টে এক ভোটাভুটিতে এ আইন অনুমোদন পায়। এর আগে মিসক্যারেজ এবং মৃতসন্তান প্রসবের ক্ষেত্রে নারীদের ‘সিক লিভ’ নিতে হতো।

লেবার পার্টির এমপি গিনি অ্যান্ডারসন পার্লামেন্টে এ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবের পক্ষে বক্তব্যে তিনি বলেন, ‘এই বিলটি কর্মীদের অধিকারের সঙ্গে জড়িত। এর ফলে মা ও তার সঙ্গী অফিসে ‘সিক লিভ’ নেওয়া ছাড়াই শোক কাটিয়ে উঠার সময় পাবে। কারণ এমন ঘটনার পর তাদের শোক কোনো অসুস্থতা নয় যে তারা ‘সিক লিভ’ নেবে। এটি একটি ক্ষতি। এমন শোক কাটিয়ে উঠতে তাদের সময় প্রয়োজন’।

অ্যান্ডারসন আরও বলেন, ‘নিউজিল্যান্ডে প্রতি চার জনের একজন নারী মিসক্যারেজের যন্ত্রণা ভোগ করছেন। তবুও এটিকে এখনও আমাদের সমাজে একটি ট্যাবু হিসেবে বিবেচনা করা হয়’।

গ্রিন পার্টির এমপি জ্যান লগি বিলটির পক্ষে বলেন, ‘এই আইনের ফলে ট্যাবু ও নারীদের নীরবতা ভাঙবে। নারীদের এমন নীরবতা সমাজের অনেক ক্ষতি করে। এটি একটি অবিশ্বাস্যরকম সাধারণ অভিজ্ঞতা। তবে সাধারণ মানেই কিন্তু সহজ নয়। এই সাধারণের অর্থ এই নয় যে—তা যন্ত্রণা ছাড়াই তা ভোগ করতে হয়। কিন্তু দীর্ঘকাল ধরে কলঙ্কের ভয় ও নীরবতার মাধ্যমে নারীদের জোর করে এমন ভান করতে বাধ্য করেছে যে—যেন কিছুই ঘটেনি।