January 22, 2025
সাহিত্যকবিতাফিচার ৩

এবার তুমি নারীবাদী হও

কানিজ ফাতেমা তনিমা।।

 

সবাই যখন নীরবে শেখে সমঝোতা,

তুমি তখন হও অধিকার সচেতন

রুখে দাঁড়াও নিজের জন্য

লড়াই করো অধিকার প্রতিষ্ঠায়

প্রতিবাদ করো জোর গলায়;

হ্যাঁ, নারী, তুমি নারীবাদী হও।

যখন তোমার ওপর ঘটে যাওয়া নোংরামির পাল্লা হালকা করতে

দোষারোপ করা হয় তোমার চালচলনকে

যখন তোমাকে দুর্বল ভেবে

পুরুষ নামধারী শকুন দৃষ্টি ফেলে তোমার শরীরে

যখন পুরুষতন্ত্রের মন্ত্রে মত্ত হয়ে

তারা স্বপ্ন দেখে বিলাসিতার কিংবা বড়াই করে অন্যের সফলতার,

ঠিক তেমনি যেমনি-

পরের ঘরে বেঁধে বাসা

বড়াই করে চড়ুই।

তখন তুমি নারীবাদী হও, গড়ো নিজেকে, স্বপ্ন দেখো নিজ সমৃদ্ধির

সবাই যখন পরগাছা হওয়ার তৃপ্তে দিশেহারা

তখন তুমি হও নারীবাদী,

প্রতিপক্ষ হও এই ধেয়ে চলা নোংরা মানসিকতার।

হাওয়াই মিঠাই নয়, তুমি বরং অগ্নিকন্যা হও, হও লড়াকু, প্রতিবাদী,সংগ্রামী।

নিজের স্বপ্নকে পদদলিত না করে

রুখে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, আওয়াজ তোলো,

হও নারীবাদী।

নিজের অস্তিত্ব রক্ষায় নারীবাদী তোমায় হতে হবে।

অনেক তো হলো “মায়ের জাত” “বোনের জাত”

এবার তুমি মানুষ হও।