নারীর হস্তমৈথুন নিয়ে যা আপনি জানেন না..
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। পুরুষ তো হরহামেশাই বলছে তাদের হস্তমৈথুনের কথা। কিন্তু নারী? তার মানে কি নারী হস্তমৈথুন করে না?
নারীর হস্তমৈথুন নিয়ে যে ট্যাবু কিংবা নীরবতা, সে যাই থাকুক, সত্য হলো, বহু নারীই হস্তমৈথুন করেন। এবং এটি কোনো অপরাধ নয়, খারাপ কিছুও নয়, আর অস্বাস্থ্যকর তো নয়ই। নিজেকে আনন্দ দেওয়ার এই পদ্ধতিকে খারাপভাবে দেখবার কোনো ভিত্তি নেই। বরং চলুন জেনে নেয়া যাক নারীর হস্তমৈথুন নিয়ে সেই পাঁচটি তথ্য, যা এ নিয়ে আপনার এতদিনের ভুল ধারণাগুলোকে ভেঙ্গে দেবে।
১. এটা আপনার জন্য ভালো: হস্তমৈথুন সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় এবং মস্তিষ্কে এন্ড্রোফিনের সরবরাহ করে, যা ভালো লাগার অনুভূতি দেয়, মুড ভালো করে এবং নারী পুরুষ সকলেরই স্ট্রেস কমায়।
২. এটা আপনার যৌনজীবনের উন্নয়ন ঘটায়: অনেকেই মনে করেন যে, হস্তমৈথুন যৌনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এটি ভুল। বরং হস্তমৈথুন আপনাকে যৌনতা বিষয়ে আরো সহজ এবং আত্মবিশ্বাসী করবে। কারণ এর ভেতর দিয়ে আপনি নিজেকে বুঝতে পারবেন যে কোনটায় আপনার ভালো লাগছে, কোনটায় না, সেটা সঙ্গীর সাথে হোক বা একাই। আপনার যদি অর্গাজম নিয়ে কোনো সমস্যা থাকে, তবে আপনি নিজেকে একটা পরীক্ষাও করে নিতে পারবেন নানারকম স্পর্শ আর নানাভাবে আনন্দ দেওয়ার চেষ্টার মধ্যদিয়ে।
৩. মেনোপজের পরের যৌন সমস্যাকে সহজ করবে: মেনোপজের পর অনেক নারীই নিজের ভেতরে পরিবর্তন দেখতে পান। এক্ষেত্রে হস্তমৈথুন আপনাকে সাহায্য করবে। এ সময় যোনি শুকিয়ে সংকুচিত হয়ে যায় অনেকের, ফলে যৌনমিলন কষ্টকর হয়ে ওঠে। এক্ষেত্রে হস্তমৈথুন, জলীয় লুব্রিকেন্ট ব্যবহার যোনিকে সংকোচনের হাত থেকে বাঁচাবে, রক্তসঞ্চালন বাড়াবে, যোনির আদ্রতা ধরে রাখবে এবং আপনার যৌন ইচ্ছা বাড়াবে।
৪. হস্তমৈথুনের সুবিধা হলো, আপনার তাড়াহুড়োর কিছু নেই। ফলে নিজেকে নানাভাবে স্পর্শ করে আনন্দ দেওয়ার চেষ্টা করতে পারবেন। এক্ষেত্রে অর্গাজমই আপনার লক্ষ্য। আর ভালো অর্গাজম যে স্বাস্থ্যকর, তা কে না জানে?
৫. প্রয়োজনে সেক্স টয় নিন: নিজেকে ভাল রাখবার জন্য প্রয়োজন হলে ডিলডো বা এরকম কোনো সেক্সটয় নেবার পরামর্শও দেন যৌনরোগ বিশেষজ্ঞরা। যা আপনার ভালো লাগবে, তাই করবেন। কারণ এতে অন্যায় কিছু নেই। অপরাধও নয় এটি। বরং বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যকর।
[বিদেশি পত্রিকা অবলম্বনে]
নারীর হস্তমৈথুন নিয়ে যা আপনি জানেন না.. Very scientific post.