January 22, 2025
শান্তিবাড়িফিচার ২

শান্তিবাড়ি কী?

ফেমিনিস্ট ফ্যাক্টর শান্তিবাড়ি –  সংক্ষেপে বলতে হলে, শান্তিবাড়ি হলো এমন একটা স্থান, যেখানে এলে একটা মেয়ে অনুভব করবে এই কঠিন প্রতিকূল দুনিয়াতে সে একদম একা না। তার সমস্যাটা তাকে একা একা সমাধান না করলেও হবে। অন্তত তার সমস্যার কথা, তার যন্ত্রণা বেদনা প্রতিকূলতার কথাগুলো কাউকে বলার মতো মানুষ এই শান্তিবাড়িতে আছে। তারা তাকে জাজ করবে না। তারা তাকে অযাচিত উপদেশ দেবে না। তারা শুধু মন দিয়ে শুনবে।

এরপর কী করবে? এরপর যদি মেয়েটির কোনো সাহায্য দরকার হয়, যেমন আইনি সাহায্য, মানসিক স্বাস্থ্য সাহায্য, সামাজিক সমস্যা সংক্রান্ত সাহায্য, সম্পর্কবিষয়ক সাহায্য, কেরিয়ার সংক্রান্ত সাহায্য এবং যদি মেয়েটি বিশেষ শিশু (স্পেশাল চাইল্ড) এর মা হয়, তবে সেই শিশুর প্যারেন্টিং সংক্রান্ত সাহায্য সে শান্তিবাড়িতে এসে পাবে।

কোনো নারীর যদি আইন পরামর্শ প্রয়োজন হয়, শান্তিবাড়ি’র নিজস্ব আইনজীবী তাকে সেই পরামর্শ দেবেন। পারিবারিক যেকোনো সংকটে শান্তিবাড়ি আইন অনুযায়ী মধ্যস্থতা অথবা সালিশীর ব্যবস্থাও করে দেবে আইনজীবীর মাধ্যমে। ফলে মামলা না করেও বহু পারিবারিক সংকট, যেমন বিবাহ বিচ্ছেদ, দেহমোহর আদায়, সন্তানের কাস্টডি, ভরণপোষন, যৌতুকের অভিযোগ ইত্যাদি সমস্যার সহজতর সমাধান সম্ভব হবে। এর বাইরে নারী নির্যাতন কিংবা মধ্যস্থতায় সমাধান না হওয়া পারিবারিক সংকটে মামলার দরকার হলে শান্তিবাড়ি অভিযোগকারী নারীকে উপযুক্ত আইনজীবীর সাথে যোগাযোগ করিয়ে দেবেন এবং মামলার সব ব্যবস্থা করে দেবেন।

মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সব সংকটে  শান্তিবাড়ি দেবে স্বাস্থ্যসেবা। অভিজ্ঞ সাইকো সোশ্যাল কাউন্সিলর ও থেরাপিস্টের কাছে থেরাপি ও কাউন্সিলিং নেয়া যাবে অত্যন্ত সুলভে। সেই সাথে মনোচিকিৎসকের চিকিৎসা সেবাও পাওয়া যাবে এখানে।

শান্তিবাড়ি মেয়েদের দেবে শান্ত সুস্থির সাজানো স্নিগ্ধ একটা ঘরোয়া পরিবেশে শান্তিতে একটু সময় কাটানোর সুযোগ। দেবে খোলামেলা আড্ডার পরিবেশ, দেবে জোরে জোরে হাসবার, কাঁদার সুযোগ, দেবে শেয়ারিং ও পরামর্শ নেবার সুযোগ। এসব তো আছেই। একটা বাড়ির ভেতরে মেয়েরা এসে জরো হবে, সুখ দুঃখের গল্প করবে, হাসবে কাঁদবে, অভিজ্ঞতা শেয়ার করবে।

এছাড়া সপ্তায় সপ্তায় মেডিটেশন, ইয়োগা এসব থাকবে। থাকবে আড্ডা আলোচনা, গান, গল্প, গ্রুমিং আরো বহুকিছু। থাকবে আরো অনেক কিছু।

শান্তিবাড়িতে আসুন। ইচ্ছে হলে শান্তিবাড়ির সদস্য হয়ে যান। অথবা যে সেবাটি আপনার প্রয়োজন, নির্দ্বিধায় সে সেবাটির জন্য ফোন করুন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন সেবা নিতে।

শান্তিবাড়ি মেয়েদের প্রতিষ্ঠান, মেয়েদের জন্য। বাংলাদেশের মেয়েরা যেন শক্তিতে সাহসে আত্মবিশ্বাসে আর আত্মমর্যাদায় নিজেকে চিনে নিতে পারে সেই চেষ্টাতেই শান্তিবাড়ির জন্ম। শান্তিবাড়ির সাধ্য সীমিত, কিন্তু স্বপ্নটা অনেক অনেক বড়। শান্তিবাড়ির স্বপ্ন বাংলাদেশের সব নারীদের ঘিরে। নারীশক্তিতে শান্তিবাড়ি এগিয়ে যাবে সামনের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *