January 7, 2025
সম্পাদকীয়

নারীর ‘‘সস্তা মৃত্যু’’ এবং নারীর উন্নয়ন

মরিয়ম আফিজা আর শবনম শারমিন। দুইটা নাম। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে আজ এই দুটো নামেই। মরিয়ম আফিজা আজকের আলোচিত মেট্রোরেলের অন্যতম অপারেটর। এই চরম দুঃসময়ে একজন নারী দেশের সবচেয়ে আলোচিত মেট্রোরেলটিকে চালিয়ে নিয়ে যাবেন- এটা নিশ্চয়ই একটা আশাপ্রদ ঘটনা। আমি নিজে ব্যক্তিগতভাবে খুশি হয়েছি। আশাবাদী হয়েছি।

অন্যদিকে, শবনম।  তিনি একজন সংবাদ আলোকচিত্রী ছিলেন। কাজ করতেন মিডিয়া হাউজে। গত সাতদিন আগে মৃত্যু হয়েছে তার। সিলিংয়ের সাথে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে, যে মৃতদেহটি গত সাতদিন ধরে একা একা ঝুলে ছিল। কেউ তার খোঁজ নেয় নি। কেউ জানতে পারে নি তাই, মেয়েটি মারা গেছে। তাই সাতদিনের মৃতদেহে পচন ধরে গন্ধও ছড়িয়েছে। ওদিকে স্বামীটি পলাতক।

নারীর মৃত্যুর চেয়ে সস্তা এই উপমহাদেশে আর কিছু নয়। দেশে নারী উন্নয়ন হচ্ছে। কিন্তু নারীর এই ‘‘সস্তা মৃত্যু’’ কেন শেষ হচ্ছে না? কেন কেউ চাইলেই নারীকে হত্যা করতে পারে? কিংবা এমন পরিস্থিতি তৈরি করে দিতে পারে, যেন বাধ্য হয়ে মেয়েটি মৃত্যুর পথ বেছে নেয়?

এই সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই শেষ হয়ে গেল আরেকটা বছর। আমি জানি, সামনের আরো বহু বহু বছর ধরে একই প্রশ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *