ঋতুমতী হলেই বিয়ে বৈধ: পাক আদালত
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। প্রাপ্তবয়স্ক না হলেও বিয়ে বৈধ বলে রায় দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। পাকিস্তানের সিন্ধ হাইকোর্টের এ রায়ে বলা হয়, নাবালিকার বিয়ে হতে হলে প্রাপ্তবয়স্ক হওয়ার প্রয়োজন নেই, শুধু ঋতুমতী হলেই যথেষ্ট। আদালতের এমন রায়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান।
জানা গেছে, পাকিস্তানে সংখ্যালঘু খ্রিস্টান এক পরিবারের ১৪ বছরের কিশোরী হুমাকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে করে আব্দুল জব্বার নামের এক ব্যক্তি। এ ঘটনার বিচার চেয়ে পাকিস্তানের সিন্ধ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমার পরিবার।
কিশোরী মেয়ে অপহরণ, ধর্মান্তরিত করা ও অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে করার অভিযোগ আনা হয় আব্দুল জব্বারের বিরুদ্ধে। তবে পাকিস্তানের সিন্ধ আদালতের রায়ে হতবাক বিশ্ব।
এ মামলার রায়ে আদালত বলেন, যদিও হুমার প্রাপ্ত বয়স্ক নয় তবে ঋতুমতী হয়েছেন, তাই বিয়ে বৈধ। এমন রায়ের পক্ষে শরিয়ত আইনের দোহাই দেন ওই আদালতের বিচারক।
সিন্ধ আদালতের এ রায়ের বিরুদ্ধে পাকিস্তানের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন হুমার পরিবার। হুমার আইনজীবীর দাবি, পাকিস্তানে বিদ্ধমান বাল্যবিবাহ আইন মেনে এ রায় দেননি আদালত।
এ ব্যাপারে স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানায়, হুমার মা ন্যায় বিচার পেতে আন্তর্জাতিক সংগঠনগুলোকে তার পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।