November 25, 2024
বন্ধুর হাত

আমার ভাই বাসায় সবাইকে অত্যাচার করে

বন্ধুর হাত একটি পরামর্শ বিভাগ। এখানে আপনি আপনার আইনগত, সামাজিক ও মানসিক সমস্যার বিষয়ে পরামর্শ চেয়ে লিখতে পারেন। প্রশ্ন সর্বোচ্চ একশ শব্দে সংক্ষিপ্ত আকারে লিখবেন। এই বিভাগ নারী পুরুষ সকলের জন্য। জ আইনী সমস্যার সমাধান দিয়েছেন তাসমিয়াহ নুহিয়া আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।।

প্রশ্ন: আমরা তিন ভাই বোন। আমি মেজো। ভাই বড় আর সবচেয়ে ছোট বোন। আমার বাবা নেই। মারা গেছে সাত বছর আগে। ভাই চাকরি করে। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। আমার ভাই আমাদের ওপর খুব অত্যাচার করে। সে আমাদের সব বিষয়ে নিয়ন্ত্রণ করতে চায়। এমনকি আমার পড়ালেখাও সে পছন্দ করে না। মা জোর করে আমাকে ভার্সিটিতে ভর্তি করেছে বলে সে মাকেও মেরেছে। বাসায় সবসময় একটা অসুস্থ পরিবেশ। ভাইকে বুঝিয়ে বলার কেউ নাই। ভাই বাসায় আসলেই আমরা দুই বোন ভয়ে নিজেদের ঘরে বসে থাকি। সে আমাদের খাবার খোঁটাও দেয়। আমি একটা টিউশনি করি। সেটা সে করতে দিতে চায় না। এদিকে আমার হাত খরচের টাকাও দিতে চায় না। মা বহু কষ্টে আমাকে টাকা দেয়। এই অবস্থায় আমি কী করতে পারি? আমি কি কোন আইনগত সহায়তা পেতে পারি? আমার বয়স ২০ বছর।

সাগরিকা, বাসাবো, ঢাকা

উত্তর: আপনার বয়স বিশ বছর এবং আপনি ইউনিভার্সিটিতে পড়াশুনা করছেন। এ অবস্থায় আপনি যে ধরনের আইনী সহায়তা চাচ্ছেন তার কয়েকটি দিক আপনার সাথে আলোচনা করা জরুরি। আপনার ভাই যদি আপনাদের শারীরিক ও মানসিক নির্যাতন করে তাহলে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন। এ ক্ষেত্রে সর্বপ্রথম নিকটস্থ পুলিশ স্টেশনে একটি জিডি করে রাখা অত্যন্ত জরুরি। আপনি মামলাও দায়ের করতে পারেন নারী ও শিশু নির্যাতন দমন আইন এর অধীনে।
আপনার বাবা যেহেতু মারা গিয়েছেন, উনার সম্পত্তিতে আপনার, আপনার মার এবং বোনের অধিকার আছে। আপনারা এই সম্পত্তিতে আপনাদের অংশ দাবি করতে পারেন আর যদি তা দিতে অস্বীকার করে, তবে মামলা দায়ের করা যেতে পারে।
সর্বোপরি মনে রাখবেন আপনার ভাইয়ের আপনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করবার কোন অধিকার নেই। আপনি কোন মানবাধিকার সংস্থা অথবা কোন আইনজীবীর মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন।