November 22, 2024
মুক্তমত

প্লাবন, আপনি বুক চিতিয়ে ঘুরুন!

শাশ্বতী বিপ্লব।। প্লাবন, আপনি নিশ্চিন্তে থাকুন! কেউ আপনার কেশাগ্রও স্পর্শ করবে না। আপনি খোল্লামখুল্লা এই শহরেই বাস করুন, পুলিশ প্রশাসন আপনাকে খুঁজে পাবে না। গ্রেফতার তো দূরের কথা। আপনি মোটেও দুশ্চিন্তাগ্রস্ত নন জানি। তবুও বলছি, আপনি কোন চিন্তা করবেন না। বরং বুক চিতিয়ে ঘুরুন। আপনি একে তো সাংবাদিক, তার উপর আপনার মাথার উপর সরকারি দলের আশির্বাদ আছে (যদিও আপনি এক সময় জামাত শিবিরের কর্মী ছিলেন!)। আপনার পিছনে সাংবাদিক নেতাদের মদদ আছে। আছে আপনার বন্ধুবান্ধব আর পরিবার। কার ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে ছোঁয়!

আপনার মতো কত শত প্লাবনে ভরা আমার দেশ! তারা ঘরে যেমন আছে, তেমনি আছে ক্ষমতার প্রতিটা স্তরে। তারা যদি বহাল তবিয়তে টিকে থাকতে পারে, আপনি কেন মিছেমিছি শাস্তি পাবেন? ছিঃ ছিঃ আমরা কি সেটা কখনো চাইতে পারি? না চাওয়া উচিত!

কাকে নাকি কাকের মাংস খায় না। তাই কতিপয় সাংবাদিক নেতা আপনাকে বাঁচাতে ঝাপিয়ে পড়েছে। কিন্তু আপনার নির্যাতনের শিকার পারুলও একজন সাংবাদিক, সেটা আবার তারা আমলে নেয় না। কেন নেয় না, সেটাও অবশ্য আমরা জানি। সেই সাংবাদিক নেতারা সাংবাদিক কম, পুরুষ বেশি। আপনার মতোই। আপনার ওই ‘পুরুষ’ বৈশিষ্ট্যের সাথেই একাত্মতা খুঁজে পায় তারা। হয়তো তারাও আপনার মতোই নির্যাতনকারী। ভালোবাসাটা তাই একটু বেশিই কাজ করে আপনার প্রতি। আর পারুল সাংবাদিক হলেও একজন নারী এবং নির্যাতনের শিকার। তার উপর সে মুখ বন্ধ করে না রেখে বিচারও চাইছে। এমন নারীর পাশে দাঁড়ানো যায়, বলেন? আর নারীর মাংস সর্বদা ভক্ষণযোগ্য, জানেন তো! সে স্বজাতি হোক কিংবা বিজাতি, তাতে কোন হেরফের হয় না।

আপনি আপনার ভাই বেরাদর, নেতা হাতা সবাইকে নিয়ে সগৌরবে মাথা উঁচু করে বাঁচুন প্লাবন। পারলে আরেকটা বিয়েও করে ফেলুন (অবশ্য আমি না বললেও আপনি করবেন জানি)। সেখান থেকে ভালো যৌতুক মেলে কিনা দেখুন। না মিললে, মেয়েটাকে যথারীতি ভোগ করে মারধোর করে তাড়িয়ে দিন। তারপর আবার ট্রাই করুন।পুরুষ মানুষ বলে কথা! কয়টা বিয়ে করলেন, তাতে কী আসে যায় বলুন। চলুক ইতরামির মহোৎসব!

আর নির্যাতনের শিকার পারুল একা একা বিচারের দাবী হাতে দাঁড়িয়ে থাকুক প্রেসক্লাবের সামনে। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে। তারপর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে। উহুঁ, এসব আমলে নেয়ার কোনই দরকার নাই আপনার। মেয়েটা একা আর কী এমন করতে পারবে? তারচেয়ে, আপনি আপনার হুমকি ধামকি জারি রাখবেন দয়া করে। নইলে আপনার সাংবাদিক পরিচয়ের, আপনার পুরুষ পরিচয়ের, আপনার আওয়ামী লেবাসের অপমান হবে খুব। সেটা নিশ্চয়ই আপনি হতে দেবেন না? ইতরামির জয় হোক।

 

শাশ্বতী বিপ্লব: লেখক ও কলামিস্ট

 

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব মতামত]