November 23, 2024
অনুবাদসাহিত্যফিচার ৩

‘নারীর সবসময় মুখ বন্ধ আর বক্ষদেশ খোলা রাখার প্রয়োজন নেই’

সাদিয়া মেহজাবিন।। এমা গোল্ডম্যান (১৮৬৯ -১৯৪) একজন নৈরাজ্যবাদী রাজনৈতিক কর্মী ও লেখিকা। বিশ শতকে তিনি উত্তর আমেরিকা এবং ইউরোপে নৈরাজ্যবাদী রাজনৈতিক দর্শনের অগ্রগতিতে বেশ ভালো ভূমিকা রেখেছেন। তাঁর লেখায় প্রত্যেকবারই ফুটে উঠেছে নারীবাদ, রাজনীতি, সাহিত্য, দর্শন, বিপ্লব, সমাজ ইত্যাদি। তার চিরস্মরণীয় অসংখ্য বিখ্যাত উক্তির মধ্য থেকে কিছু তুলে ধরার চেষ্টা করছি।

 

বিপ্লব

যদি আমি মনে প্রাণে তা বিশ্বাস না করি তাহলে তা আমার বিপ্লব নয়।

স্বাধীনতা

জনগণের ততটুকু স্বাধীনতা আছে যতটুকু চাওয়ার জ্ঞান ও নেওয়ার সাহস সে রাখে।

প্রকৃতি

আমি গলায় হীরা পরিধানের চেয়ে, টেবিলে গোলাপ রাখতেই বেশি ভালোবাসি।

ক্ষমা

একে অপরকে ক্ষমা করার চেয়ে, একে অপরকে বোঝা বেশি জরুরি।

সমাজ

সমাজের সবচেয়ে হিংস্র দিক অজ্ঞতা।

তরুণদের বিপ্লব

কাজ খুঁজুন। যদি তারা কাজ না দেয় তাহলে খাদ্য খুঁজুন। কাজ কিংবা খাদ্যের মধ্যে একটিও না দিলে, অবলীলায় খাদ্য কেড়ে নিন।

স্বপ্ন

আমরা যখন আর স্বপ্ন দেখতে পারিনা তখনই আমাদের মৃত্যু হয়।

মুক্তচিন্তা

একজন বলেছিলেন, ‘অন্যকে দোষ দেওয়ার চেয়ে চিন্তা করতে কম মানসিক শ্রমের প্রয়োজন হয়’।

সমাজ ও অপকর্ম

প্রত্যেক সমাজেরই একজন অপরাধী থাকে যা তার পাওনা।

দর্শন

শান্তির জন্যে যা আমাদের তা আমাদের দিয়ে দাও, যদি শান্তিপূর্ণভাবে না দাও আমরা তা বলপূর্বক ছিনিয়ে আনব।

চিন্তা

সমাজের ক্ষমাহীন পাপ হচ্ছে চিন্তার স্বাধীনতা।

নারীবাদ

পতিতাবৃত্তি নিয়ে প্রগতিশীলদের মতামত আর কিছুই না, তারা শরীর বিক্রি করেন বরং তারা ঐ কাজ বৈধতার বাইরে গিয়ে করেন।

ধর্ম

ধর্ম মানুষের চিন্তার প্রতিবন্ধক, অর্থ মানুষের চাহিদার প্রতিবন্ধক এবং সরকার মানুষের মতামত প্রদানের প্রতিবন্ধক।

পুরুষ

আমাদের একবার হলেও উপলব্ধি করা জরুরি এবং সবকিছুর থেকেও পুরুষ মূল্যবোধ নয় বরং সঙ্গমের থেকে সৃষ্ট।

ধর্ম এবং বিশ্বাস

আমি ঈশ্বর থেকেও মানুষকে বেশি বিশ্বাস করি। যদিও মানুষ শতবর্ষ ধরে চেষ্টা করছে ঈশ্বরের করা ভুলগুলি ঠিক করতে।

রাজনীতি

রাজনৈতিক ক্ষেত্র একজনের জন্যে কোন উপায় রাখে না। হয় তাকে নির্বোধ হতে হবে, না হয় চতুর।

ছাত্রসমাজ

শিক্ষার সকল ভুলের মধ্যে শিক্ষার্থী সেটিই ভক্ষণ করবে যা তার বিবেক বলে।

নারীবাদ

নারীর সবসময় মুখ বন্ধ এবং বক্ষদেশ খোলা রাখার প্রয়োজনীয়তা নেই।

নারীমুক্তি

প্রত্যেক ক্ষেত্রে নারীর সমতার দাবি প্রয়োজন এবং ন্যায়।

শিল্প

শিল্পকারখানা অপ্রয়োজনীয় ষড়যন্ত্র, উচ্চবিত্তের দ্বারা নিম্নবিত্তের উপর।