এবার ইংল্যান্ডেও নারী ফুটবলারদের পুরুষের সমান বেতন
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। জাতীয় দলের পুরুষ ফুটবলারদের সমান বেতন নারী ফুটবলারদেরও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইংল্যান্ডের দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এ নিয়ে বিশ্বে পাঁচটি দেশ জাতীয় দলের নারী ও পুরুষ ফুটবলারদের সমান বেতন-বোনাস দেওয়ার ঘোষণা দিলো।
এফএ এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় দলে খেলা নারী ও পুরুষ ফুটবলাররা গত জানুয়ারি থেকেই সমান বেতন ও ম্যাচ ফি পেয়ে আসছেন। তবে গত বুধবার ব্রাজিল এমন সিদ্ধান্ত প্রকাশ করার এক দিন পর এফএ তাদের সিদ্ধান্তটি প্রকাশ করে।
কয়েকটি দেশ নারী-পুরুষের বেতন বৈষম্য কমানোর বিষয়ে ভাবলেও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বেতন কাঠামোতে বৈষম্য স্পষ্ট। ফিফার আয়োজিত টুর্নামেন্ট- ২০১৯- নারী বিশ্বকাপে দলগুলোর প্রাইজমানি ৩ কোটি মার্কিন ডলার হলেও পুরুষ বিশ্বকাপে এই অংক ছিলো চল্লিশ কোটি মার্কিন ডলার।
পুরুষ- নারী ফুটবল দলের খেলোয়াড়দের সমান বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত প্রথম ঘোষণা করে অস্ট্রেলিয়া। পরে নিউজিল্যান্ড ও নরওয়ে একই পথ অনুসরণ করে। ব্রাজিল-ইংল্যান্ডের উল্টো চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রে। গত মার্চে নারী ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা পুরুষদের সমান বেতন দাবী করে আদালতে পর্যন্ত যান। তবে সেদেশের আদালত নারী দলের খেলোয়াড়দের আবেদনে সাড়া দেয়নি।