নারীর জন্য মৃত্যুপুরী আফগানিস্তানে আবারও তিন সাংবাদিক হত্যা
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। আফগানিস্তানে নারীদের উপর সহিংসতার মাত্রা বেড়েই চলছে। মঙ্গলবার দেশটির জালালাবাদ শহরে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। গত এক বছর ধরে দেশটিতে পেশাজীবী নারীদের উপর সিরিজ হামলার সর্বশেষ খবর এটি। খবর সিএনএন।
স্থানীয় টিভি চ্যানেল এনিকাস টিভির প্রধান জালমাই লতিফ সিএনএনকে জানিয়েছেন, নিহত তিন নারী সম্প্রতি গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা ওই টেলিভিশন চ্যানেলের ডাবিং বিভাগে কাজ করতেন।
সরকারি কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই নারীরা কর্মক্ষেত্র থেকে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় হামলার শিকার হন। এ হামলায় আরও এক নারী আহত হয়েছেন।
প্রাদেশিক পুলিশের প্রধান জুমা গুল হেমাত জানিয়েছেন, সন্দেহভাজন প্রধান হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সে তালিবানের সঙ্গে সম্পৃক্ত। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের স্থানীয় একটি সহযোগী সংগঠন ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার
আফগানিস্তান নারী সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রতিকূল দেশগুলোর একটি। গত নভেম্বরে রেডিও আজাদির সাংবাদিক ইলিয়াস দায়ী ও টিওএলও নিউজের প্রাক্তন প্রেজেন্টার ইয়ামা সিয়াশ বোমা হামলায় নিহত হয়েছিলেন। আর ডিসেম্বরে আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে সাংবাদিক মালালা মাইওয়ানদি প্রাণ দিয়েছেন। এর আগেও একাধিক পেশাজীবী নারী হামলায় নিহত হয়েছেন।