তিন নারী স্বাস্থ্যকর্মীকে হত্যা আফগানিস্তানে
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। আফগানিস্তানে তিন নারী স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ ঘটনা ঘটে। তিন নারী পোলিও ভ্যাকসিন কর্মী। এছাড়া একই দিনে প্রাদেশিক স্বাস্থ্য কমপ্লেক্সে এক বোমা বিস্ফোরণ হয়। তবে ওই বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তা গোলাম দস্তগির নাজারি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, মঙ্গলবার সকালে শহরের দুটি ভিন্ন এলাকায় তিন জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী সন্ত্রাসীরা। নিহতদের মধ্যে একজন সুপারভাইজার ও অপর দুইজন ভ্যাকসিন কর্মী। তারা পোলিও ভ্যাকসিনেশন কর্মসূচীতে কাজ করতেন।
এ হামলার পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, আফগানিস্তানে পেশাজীবী নারীদের উপর প্রাণঘাতী হামলার ঘটনা বেড়েই চলছে। চলতি মাসেই জালালাবাদ শহরে তিন নারী সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।