November 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ৩

চলে গেলেন বেল হুকস

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক ।। প্রখ্যাত নারীবাদী অ্যাক্টিভিস্ট, লেখক, অধ্যাপক  বেল হুকস মারা গেছেন। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিজের বাড়িতে ১৫ ডিসেম্বর তারিখে তিনি মৃত্যুবরণ করেন। বেল হুকসের বোন এই মৃত্যুসংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ৬৯ বছর বয়সী এই নারীবাদী লেখকের মৃত্যুর সময় বন্ধু ও স্বজনেরা তাকে ঘিরে ছিল বলেও তিনি জানিয়েছেন।

আসল নাম গ্লোরিয়া জিন ওয়াটকিনস, সবার কাছে বেল হুকস নামেই পরিচিত ছিলেন তিনি।

বেল হুকসের জন্ম এক শ্রমিক শ্রেণির পরিবারে, যারা চরম মাত্রায় শ্রেণিবিদ্বেষের শিকার ছিলেন। তার মা রোজা একজন গৃহিণী এবং তার বাবা ভিওডিস পেশায় একজন দারোয়ান। শৈশব থেকেই বেল কৃষ্ণাঙ্গ কবি গোয়েডলিন ব্রুক্স  এবং ল্যাংস্টোন হাজেসের কবিতা আবৃত্তি করতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে বেল স্ট্যান্ডফোর্ড থেকে ইংরেজিতে বিএ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি করেন। লেখালেখি শুরু করেন নানীর দেওয়া বেল হুকস নামে (নিজেকে গুরুত্ব না দিয়ে নিজের ভাবনাকে গুরুত্ব দিতে নিজের নাম ইংরেজি ছোট অক্ষরে লিখতেন)। দীর্ঘ কর্মজীবনে বেল ত্রিশটিরও বেশি বই লিখেছেন যার মূলে ছিল জাতিগত বৈষম্য, লিঙ্গ শোষণ, কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের নিপীড়নের কথা। যা তাকে লিঙ্গ এবং বৈষম্যের উপর  বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নারী শিক্ষকের খেতাব দেয়।

নানারকম নারীবাদী তত্ত্ব, ব্ল্যাক ফেমিনিজম, শ্রেণিবিভাজন, লিঙ্গ বৈষম্য, পুঁজিবাদ, জাতিগত বিভাজনই তার লেখার মূল প্রতিপাদ্য। এখন পর্যন্ত প্রায় ৩০টিরও বেশি বই এবং অসংখ্য আর্টিকেল তিনি প্রকাশ করেছেন যার সবগুলোই প্রায় নারীবাদ, শ্রেণি বৈষম্য, যৌনতা, জাতিবিভাজন, কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের উপর নির্যাতন ইত্যাদি নিয়ে লেখা। তাঁর প্রকাশিত এই বই এবং আর্টিকেলগুলো থেকে তৈরি হয়েছে বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম। Feminist Theory, Feminism Is for Everybody, Ain’t I a Woman?, Al about love,  – এরকম বেশ কয়েকটি সাড়া জাগানো বইয়ের লেখক বেল হুকস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *