‘‘নারী ফুটবলাররা শর্টস পরেছেন কেন?”
ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক ।। নারী খেলোয়াররা লম্বা লেগিনস না পরে শর্টস পরেছেন কেন? – এই প্রশ্ন করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের এক সাংবাদিক।
গত সপ্তাহটি ছিল পাকিস্তানের নারী ফুটবলারদের জন্য এক সাফল্যময় সপ্তাহ। তারা দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। পুরুষ ক্রিকেট টিম এশিয়া কাপ ফাইনালে গিয়েছে আর নারী ফুটবল টিম ষষ্ঠ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়েছে ৭-০ গোলের ব্যবধানে। কিন্তু নারী ফুটবল টিমের এই সাফল্যে কিছুই যায় আসে না পাকিস্তানী পুরুষ সাংবাদিকদের। তারা পড়ে আছেন নারী ফুটবলারদের পরনে কেন শর্টস, কেন লম্বা লেগিনস নেই- তা নিয়ে।
খেলা শেষে ফেরার পর একজন পাকিস্তানী সাংবাদিক এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নারী ফুটবল টিমের দিকে- ‘আমরা ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। মানে হলো ইসলামিক রাষ্ট্র। আমি জানতে চাই, তাহলে খেলার সময় নারী ফুটবলাররা শর্টস পরেছেন কেন? লেগিনস কেন নয়?’ লাহোর কেন্দ্রীক সাংবাদিক রফিক খান টিমের কোচ আদিল রিজকিকে এই প্রশ্ন করেন।
দেশের জন্য বয়ে নিয়ে আসা নারী খেলোয়ারদের সাফল্যের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে কেন তাদের হাঁটু অব্দি ঢাকা নেই – সেটি। সাংবাদিক রফিক খান এখন তার প্রশ্নের কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার মুখে পড়েছেন।