November 10, 2024
সাহিত্যকবিতা

অভিশাপ

মেহেরুন নূর রহমান।।

 

শিশু মেয়েটির দেহ ভেসে থাকে কাদামাখা ডোবা জলে

চরাচর ঢাকে আবছায়া মেঘে রাত্রি নামার ছলে

লিলুয়া বাতাস, আলুথালু ক্ষণ, পাড়ভাঙ্গা নদী বুক

পাংশু প্রহর, স্তব্ধ নিনাদ, প্রলম্বিত কান্না শোক

তোবড়ানো জামা, জমাট রক্ত, নীল কালশিটে কারুকাজ

হিংস্র থাবা, খুবলানো হাড়, দোমড়ানো দেহভাঁজ

আহা সোনামনি নাম কী রে তোর? সবাই কী নামে ডাকে?

ভয় পেয়েছিলি খুব নিশ্চয়ই, ডেকেছিলি বুঝি মাকে?

আয় তোর মুখে হাতটি বুলাই, বুকেতে চেপে রাখি

চাঁদেরকণা রাজকন্যা বলেই না হয় ডাকি।

তোর কান্না, তোর চিৎকার, ধূসর পঙ্কিল আকাশ

তোর যন্ত্রণা, তোর কষ্ট, গাঢ় আঁধার চারপাশ।

তোর আর্তি, তোর বিলাপ, হোক আজ অভিশাপ

মরুক এ জাতি, গলে পচে নিয়ে শত জন্মের পাপ।

তোর অভিশাপ প্রলয় হোক, ধ্বংস করুক সংসার

তোর অভিশাপে আগুন জ্বলুক, হোক চারিদিক ছারখার।

তোর অভিসম্পাতে পৃথিবীতে নামুক নিরবিচ্ছিন্ন সন্ধ্যা

সকল পুরুষ হোক নপুংসক আর নারীরা বন্ধ্যা।