December 25, 2024
নারী'র খবরবিদেশফিচার ২

করোনার কারণে কর্মজীবী নারীর উপর চাপ ও অসমতা বেড়েছে

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। করোনাভাইরাসের প্রকোপ ও এর ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে নারী। নতুন একটি জরিপে এ তথ্য ওঠে এসেছে। নতুন ওই পরিসংখ্যানে দেখানো হয়েছে, করোনাভাইরাসে শ্রমজীবী নারীরা এতদিন ধরে যে চাপ ও অসমতার মুখোমুখি হচ্ছিলেন তা আরও বেড়েছে।

নতুন গবেষণায় পাওয়া পরিসংখ্যানটির অন্যতম পৃষ্টপোষক ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ এ ব্যাপারে বলেন, শ্রমজীবী মায়েরা প্রায়ই ‘দুই শিফটে’ কাজ করেন। তারা বাড়িতে এক শিফট আর কর্মক্ষেত্রে আরেক শিফট কাজ করেন যা শ্রমজীবী বাবার চেয়ে বেশি। তবে এখন স্কুলগুলো বন্ধ ও সন্তান লালনের কাজ কমলেও এ সংক্রান্ত অন্যান্য চাপ বেড়ে গেছে।

শেরিল স্যান্ডবার্গ বলেন, বাড়ির কাজের ক্ষেত্রে নারীরা সবসময়ই অসমতার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, যা কর্মক্ষেত্রে নারীর কাজকে আরও কঠিন করে তোলে। ব্যাপারটি এখন আরও খারাপের দিকে যাচ্ছে। নারীরা এখন যা করছে তা হলো- ডাবল ডাবল শিফটে কাজ করা।

উল্লেখ্য, শেরিল স্যান্ডবার্গ লিনইন ডট ওআরজি নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। এ গ্রুপটি শ্রমজীবী নারীদের নানা পরামর্শ দিয়ে থাকে। গ্রুপটির সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, নারীরা সপ্তাহে ৭১.১ ঘণ্টা বাড়ির কাজে ব্যস্ত থাকছেন। যেখানে পুরুষরা গড়ে ব্যস্ত থাকছেন ৫১.৫ ঘণ্টা।

শেরিল বলেন, এই যে ২০ ঘণ্টার পার্থক্য তা একটি ‘ফুল টাইম জবের’ অর্ধেক সময়। বিষয়টি নারীদের স্বাস্থ্য, সম্পর্ক ও তাদের বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর কোন বিষয় নয় বলে উল্লেখ করেন তিনি।

জরিপটি মধ্য এপ্রিলে অনলাইনে চালানো হয়। এতে আরও দেখা যায়, সিঙ্গেল মায়েরা সপ্তাহে আরও বেশি বাড়ির কাজে ব্যস্ত থাকেন।