May 29, 2024
ফিচার ২মুক্তমত

বিউটি উইদ ব্রেইন!

সানজিদা খানম।। আমরা আজকাল কম বেশি সব মেয়েরাই ‘Beauty with brain’ সুনামটি শুনতে বেশ পছন্দ করি। আপাতদৃষ্টিতে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তার ছটা! যেন সোনায় সেহাগা। এমন সুনাম সবারই কাম্য। সমস্যা এই জায়গায় না, সমস্যা সেখানে যখন আপনাকে বিউটি উইথ ব্রেন হবার জন্য পরোক্ষভাবে চাপ দেওয়া হবে। সেটা কীভাবে?

এখন বলি বিউটি অথবা সৌন্দর্য বলতে আমরা কি বুঝি? আসল সৌন্দর্যের কি কোন সংজ্ঞা হতে পারে? ধরেন আমার চোখে স্বাস্থ্যবান মেয়েদের বেশ সুন্দর লাগে, আপনার চোখে তা নাও লাগতে পারে। আপনার চোখে ফর্সা  মেয়ে খুব রূপসী, আমার চোখে শ্যামবর্ণের। আপনার চোখে লম্বা মেয়ে, আমার চোখে খাটো মেয়ে বেশি কিউট। সৌন্দর্য জিনিসটাই যখন মানুষভেদে ভিন্ন ভিন্ন আর এখানেই যদি সৌদর্যের আসল সৌন্দর্য নিহিত তবে এক লাইনে সৌন্দর্যের সংজ্ঞা তৈরি কি আদৌ সম্ভব?

কিন্তু এখন স্কেলে করে সৌন্দর্য মাপা হয়। আপনি শ্যামবর্ণের হলে সমস্যা নেই কিন্তু আপনার চোখ সুন্দর হতে হবে। আপনি সুন্দর হলে হবে না লম্বা হতে হবে। মোটা চিকন না, আপনাকে ঠিক স্লিম হতে হবে। পাশাপাশি সুন্দর বাচনভঙ্গি এবং মন জুগিয়ে চলার অসাধারণ ক্ষমতাও চাই, তবেই আপনি  “Beauty with brain”. কিন্তু এই যে এই সৌন্দর্য মাপা আর তার সাথে বুদ্ধিমত্তা যোগ করার মূল সূত্রটা কোথায়?

এখন ধরেন যদি এমন কারো কথা বলি যিনি তথাকথিত সৌন্দর্যের ধারের কাছ দিয়েও যান না। কিন্তু তিনি চমৎকার বুদ্ধিমতী। তার বুদ্ধি যে ভালো তা বোঝানোর জন্য লোক তাকে “ছেলেদের মত ব্রেইন” বলে থাকেন! এদিকে আবার ধরুন কোন মেয়ের ছেলেদের মত মাসলযুক্ত শরীর, তাই তাকে কেউ বিয়ে করতে চাইবে না সহজে, লোকমতে তার কোন গতি নেই বলেই ধরা হবে কারণ সে তাদের চোখে কোমল সুন্দর নয়।

এই যে এইখানে আসল ব্যাপারটা ঘটে। ঠিক এই সময়ে এসেও নারীর সামর্থ, সৌন্দর্য, বুদ্ধি সবই পরিমাপের মূলে থাকে বিবাহ!

মেয়ের উচ্চশিক্ষা জরুরি কিন্তু সাংবাদিকতায় হলে সমস্যা। মেয়ের চাকুরি জরুরি, কিন্তু সেখানে নাইট ডিউটি হলে সমস্যা। মেয়েদের নিজস্ব প্রতিরক্ষা করার কৌশল জানা জরুরি কিন্তু মাসল বের হলে সমস্যা, মেয়ের সুন্দর বাচনভঙ্গি ভালো কিন্তু উচ্চস্বরে কথা বললে সমস্যা।

আমরা শুনেছি অনেক অনেক বছর আগে যখন চাষবাসের শুরু, খেতেখামারে কাজের জন্য অনেক মানুষ দরকার তখন মেয়েদের বাচ্চা জন্মানোর এবং লালনপালনের মেশিন হিসেবে বিবেচনা করা হত। তখন মোটা, স্বাস্থ্যবান, চওড়া কোমরের মেয়েদের বেশি প্রাধান্য দেওয়া হতো।

ঠিক এই অনেক অনেক বছর পরে এখন প্রযুক্তির দ্বারাই যখন বেশিরভাগ কাজ সম্পন্ন হয়, অতিরিক্ত জনবলের দরকার নেই, দরকার বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন মানুষ যারা নতুন আদর্শ লেবার হতে পারবে এবং জন্ম দিতে পারবে, তখনই এই ‘বিউটি উইদ ব্রেইন’কে প্রাধান্য দেওয়া হচ্ছে। যে শারীরিক সৌন্দর্যের মাধ্যমে একজনকে সার্ভও করতে পারবে পাশাপাশি বাচ্চা লালনপালনে অত্যাধুনিক পদ্ধতিও বুঝবে। চাকুরির মাধ্যমে এই পুঁজিবাদী সমাজে দ্বিতীয় স্তরের একজন লেবারও হবে।

মোদ্দা কথা, অনেক অনেক বছর আগে যেমন নারী শুধুই বাচ্চা জন্মদান ও লালনপালনের মেশিন ছিল, ঠিক এই সময়েও তাই আছে। মজার বিষয় হল, সময়ের সাথে সাথে তা পরিবর্তন হয়ে নতুন নতুন রূপে সামনে এসেছে যেন আমরা নারীরাও ঠিকঠাক এটা ধরতে না পারি।

বিয়ে বাচ্চা এসবে সমস্যা নয়, সমস্যা আরো গভীরে। নারীর চলন বলন থেকে শুরু করে সে কোন্ সেক্সচুয়ালিটির হবে, কোন জেন্ডার নিজের মধ্যে ধারণ করবে, কোন প্রফেশনকে বেছে নেবে, কখন কোন সময়ে চাকুরি করতে পারবে, ঠিক কখন বিয়ে করবে, কাকে বিয়ে করতে পারবে আর ঠিক কখন বাচ্চা নেবে এবং তাকে কীভাবে বড় করবে- এর সব কিছুই যখন পুরুষতান্ত্রিক এবং পুঁজিবাদী সমাজ ছকে বেঁধে বেঁধে ধরিয়ে দেয়,সমস্যাটা সেখানেই।

একজন নারী বাচ্চা নেবেন কি না, বিয়ে করবেন কি না তা সম্পূর্ণই তার নিজস্ব পছন্দ অপছন্দ এবং সিদ্ধান্ত। এমনকি তার যদি ইচ্ছে হয় তিনি বিয়ে করবেন না বা বাচ্চা নেবেন না, তবে তার ওপর চাপ প্রয়োগের অধিকারও সমাজের নেই।

আমার পরিচিত এমন অনেকে আছেন যারা নিজেদের লিবারেল বলে পরিচয় দেন। কিন্তু নারীবাদের প্রসঙ্গ আসলে হয় চুপ থাকেন, নয়তো এ সময়ে এর কী দরকার  বলে প্রশ্ন তোলেন। এই সংখ্যার মধ্যে যে শুধুই পুরুষ আছেন এমনটা বলা যায় না।  অনেক নারীও আছেন যারা নারীবাদের প্রয়োজন এখন আর নেই বলে মনে করেন। আমি এটাও হলফ করে বলতে পারি যারা নিজেদের নারীবাদী বলে পরিচয় দেন তারাও নিশ্চয়ই এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন।

এখন সেইসব ‘লিবারেল’দের কাছে আমার প্রশ্ন- ঠিক এই সময়ও নারী মূল্যায়নের মূলে যদি বিয়ে, বাচ্চা লালনপালন আর উন্নত দাসী বানানোর প্রচেষ্ট অতীব সুন্দর লেবাসে চালিয়ে যাওয়া হয়, আবার সুন্দর করে তাকে নারী ক্ষমতায়নের নামে সম্বোধন করে ধোঁকাও দেওয়া হয়, তবে নারীবাদ কেন আজ জরুরি না? কেন আপনাদের মনে হয় নারীরা আজ শোষিত না? ঠিক কী কারণে মনে হয় নারীবাদের  প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে?

আমি জানতে চাই।

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব বক্তব্য]