November 22, 2024
নারী'র খবরবিদেশ

সম্পত্তিতে ছেলে ও মেয়েকে সমান অধিকার দিলো ভারত

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। সম্পত্তিতে ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করল ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের এক বেঞ্চের রায়ে বলা হয়, পিতা-মাতার বা অভিভাবকের সম্পত্তিতে ছেলের সমান অধিকার পাবে মেয়েরাও। উল্লেখ্য, এতদিন ভারতের হিন্দু পরিবারে মেয়েরা সম্পত্তিতে কোনো অধিকার পেত না।

বিচারপতি মিশ্রার নেতৃত্বাধীন ঐ বেঞ্চের এ রায়ে বলা হয়, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তিতে মেয়েরাও অধিকার পাবে এবং তা ছেলেদের সমান।  আইন সংশোধন হওয়ার আগেও যদি কোনো অভিভাবক মারা যান তবুও মেয়েরা এ অধিকার ভোগ করবে। এই সংশোধনী ৯ সেপ্টেম্বর ২০০৫ সাল থেকে কার্যকর ধরা হবে।

বিচারপতি মিশ্রা বলেন, “একজন কন্যা, সব সময়ই কন্যা। তার অভিভাবক বেঁচে থাকুন বা না থাকুন- মেয়ে সব সময়ই সম্পত্তির সমান শরিক। নারীর জন্ম যখনই হোক ২০০৫ সালের সংশোধিত এই আইন অনুযায়ী তারা সম্পত্তিতে সমান অধিকার পাবেন।”