December 23, 2024
সাহিত্যকবিতাফিচার ৩

নিশীথিনী

তানিয়া ইসলাম।।

তুমি হও রাতের কুটুম ,আমি রঙ মেখে সঙ সেজে হয়ে যাই শয্যাসঙ্গী
এরপর? আমি চাটুকার, আকাশ থেকে টুপ করে পড়া উদ্ভট বাজ
তুমি গল্পবাজ! সাধু সন্ন্যাস!
আমাকে ঢাকাবার নয়াফন্দী! আমি বেশ্যা,পতিতা, অপয়া, অনাহূত
হয়ে যাই হরেক বিশেষণে বন্দী!

তুমি পুরুষ পাড়ার রাজা, তোমার চরিত্র মখমলে
আমি বলি হয়ে যাই চল্লিশ কোটি শুক্রানু ঝরে মরে যাওয়ার প্রলয়ে
নায়ক হয়ে নগ্ন কর, ভালোবাসায় ঘায়েল কর, তিয়াস বাড়াও মনে

এমন বিভেদে জন্ম তোমার, এমন হাতেই বাড়ো! বাড়তে গিয়ে ভাড়ামো শেখো, বিবেক হয় নড়বড়

আমি কলুষিত, তুমি নির্দোষ
তুমি দৃঢ়, আামি তখন যুক্তিহীন
তুমি প্রবঞ্চক, আমি থেকে যাই অকৃত্রিম …অনসূয়া!

জানো কতটা! কতটা সয়ে সয়ে মন আজ প্রতিবাদী
হাত মুঠোবন্দী করে জয় খুঁজি! জয়!

রোজ রাত নামে রাত!