May 15, 2024
নারী'র খবরবিদেশফিচার ৩

আফগানিস্তানে নারীদের উপর উগ্রপন্থীদের হামলার আশঙ্কা

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। আফগানিস্তানের নারীদের ওপর উগ্রপন্থী গোষ্ঠীর হামলার ঝুঁকি আরও বাড়ছে। রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস গত বৃহস্পতিবার এক সতর্কবার্তায় জানায়, বেশ কয়েকটি মৌলবাদী উগ্রপন্থী গোষ্ঠী আফগানিস্তানের নারীদের ওপর হামলার পরিকল্পনা করছে। বিশেষ করে সরকারে থাকা নারী রাজনীতিবিদ, শিক্ষক, মানবাধিকার কর্মী, অফিসের কর্মচারী ও সরকারি চাকরিজীবীরা হামলার প্রধান লক্ষ্য হতে যাচ্ছেন। দ্য গার্ডিয়ানের খবর

সম্প্রতি দেশটিতে উগ্রবাদী গোষ্ঠী তালিবান ও আফগানিস্তান সরকারের মধ্যে কাতারের রাজধানী দোহাতে এক যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনা হয়। এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আফগানিস্তানের নারীদের উদ্দেশ্যে এমন সতর্কবার্তা দেওয়া হলো।

উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানে নারীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। গত শুক্রবার সংবাদমাধ্যমে প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায়, কাবুলের রাস্তায় দুই নারী হামলার শিকার হয়েছেন কিন্তু পুলিশ পাশে থেকেই তা দেখছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার হয়।

গত মাসে আফগানিস্তান সরকারের শান্তি আলোচনা দলের সদস্য ফওজিয়া কফি’র ওপর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। ফওজিয়া কাফি ওই হামলায় প্রাণে রক্ষা পান। তবে গত জুন মাসে ২৪ বছর বয়েসি অধিকার-কর্মী ফাতিমা খলিলের ওপর যে হামলা হয় তাতে আর রক্ষা হয়নি তার। ওই হামলায় ফাতিমা খলিল ও তার গাড়ির ড্রাইভারের মৃত্যু হয়। ফাতিমা খলিল আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের একজন সদস্য ছিলেন।

উল্লেখ্য, গত মে মাসে পশ্চিম কাবুলের এক হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে সদ্য মা হওয়া ১৬ জন নারীকে হত্যা করে উগ্রপন্থীরা। হামলার শিকার অধিকার-কর্মী ফওজিয়া কফি সে সময় এক ভিডিওতে বলেছিলেন, ‘আমরা একটি যুদ্ধকালীন প্রজন্ম। নিশ্চিত অপকর্মকেও যুদ্ধের নামে আমাদের সমাজে হালাল করা হচ্ছে’।

আফগানিস্তান বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিরূপ একটি দেশ। দেশটিতে নারীদের স্বাভাবিক জীবন-যাপনেও বাধা দিয়ে থাকে মৌলবাদীরা। আফগানিস্তানের সমাজব্যবস্থা এতোটাই নারী বিদ্বেষী যে দেশটিতে প্রকাশ্যে কোনো কাগজ বা দলিল-দস্তাবেজে নারীদের নাম লিখাও ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো সন্তানের পরিচয়পত্রে মায়ের নাম যুক্ত করার এক আইনে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

সন্তানের পরিচয়পত্রে মায়ের নাম যুক্ত হলো আফগানিস্তানে

আফগানিস্তানের নারীদের এখন সবচেয়ে বড় ভয়, তালিবান যুগ ফিরে আসার আশঙ্কা। কেননা এর আগে তালিবান যুগে নারীরা সব রকমের মৌলিক অধিকার বঞ্চিত হয়েছিল।

‘যদি তালিবানরা আবার ফিরে আসে, তাহলে আমাদের জন্য আর কোন আশাই নেই। আমাদের হয় যুদ্ধ করতে হবে, আমাদের হয়ত বন্দী রাখা হবে অথবা আমাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে’— ৪০ বছর বয়েসি আফগান নারী শুকরিয়া আকবরি দ্য গার্ডিয়ানকে এ কথা বলে তার ভয় ও আক্ষেপ প্রকাশ করেন। উল্লেখ্য, শুকরিয়া আকবরি দুই বছর আগে কাবুলে এক গাড়ি বোমা হামলায় তার এক মেয়েকে হারিয়েছিলেন।