December 23, 2024
সাহিত্যকবিতা

আমাকে যারা যারা ধর্ষণ করতে পারে…

রুখসানা কাঁকন।।

আমাকে কে কে ধর্ষণ করতে  চায়
তার তালিকা কর
কোন মাদকাসক্ত আসলে খেয়াল কইরো কিন্তু
তোর কাছে এম্পুল, পাউডার সিরিঞ্জ যারা বিক্রি করছিল
তার নাম পুলিশের খাতায় উঠছে কিনা
অবশ্য পুলিশের খাতায় উঠলে অসুবিধা নাই
পুলিশও আসতে পারে
বলতে পারে,
“মাগি চিক্কুর করিস কেন
ভইরা দেব গোটা স্টেনগান”

আর যদি কোন পার্টির হোমরা আসে
চরম নেতা, সাথে পাতি নেতা, উপনেতা, মন্ত্রী যন্ত্রী
যারা ভোট জিতে যায়  ধর্ষিতা নারীর জয়গান করে
আপাতত তাদের বিচি ঝুলিয়ে
আমার দরোজা  ধাক্কাতে বল
আর যদি হুজুর আসে
তার ওয়াক্ত শেষে
খুব দ্রুত আমাকে ধর্ষণ করতে বল

শিশুকালে ভাবতাম নিল ফ্রক পরে প্রজাপতি ধরাই আমার কাজ
কিন্তু নীল ফ্রক পরে আমি দৌঁড়াতে পারি নাই
শহর থেকে যে চাচা নীল ফ্রক কিনে দিছে
নীল ফ্রক খুলে পা দুই পাশ ধরে টান দিয়ে ফেলে মাটিতে
অনেকটা মুরগির রোষ্টের মত
আস্ত মুরগি ভাজা ভাজা করে চাবায় খেতে খেতে
চাচার মত আর কে কে আছে তাদের সবাইকে আসতে বল

আমাকে ধর্ষণ করতে আসুক
আবুল, কালাম, দিলওয়ার,
কাশেম, পাশের বাড়ির  দোকানদার আবুল মিয়া,
আমার পড়শি ছুন্নত আলি,
আমার পাড়ার রহমত
আর যারা যারা
যাদের লিঙ্গ আছে তাদের সবাইকে বল
আমাকে ধর্ষণ করতে

আমাকে ছাড়ি দিছি
কে কে ধর্ষণ করবি বল?