January 22, 2025
ফিচার ২মুক্তমত

ফেমিনিস্টরা কেন বেকার ছেলেদের বিয়ে করে না!

প্রিথুলা মারজান।। ফেমিনিজম-এ সুযোগসন্ধানীর কোনো স্থান নাই। ফেমিনিজম কনভিনিয়েন্ট লিনিয়ার, বাইনারী লোকজনকে সাপোর্ট করে না। যতই তারা ফেমিনিজম এর জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজ করে থাকুক না ক্যান।

আমার অনেক বন্ধুকেই বলতে শুনেছি কোনো ফেমিনিস্টরে দেখলাম না কোনো বেকার ছেলেকে বিয়ে করতে। তারা সবসময় এস্টাবলিশড ছেলেদের বিয়ে করে। তারা সবাই সুযোগসন্ধানী… ব্লাহ ব্লাহ ব্লাহ!

আসলেই কি এই কথাটা সত্যি? সত্যি হলে তার কারণ কী?

ফেমিনিস্টরা কোন বেকার ছেলেকে বিয়ে করে না তার কারণ লুকিয়ে আছে ফেমিনিজম এর সংজ্ঞায়।

ফেমিনিজম নারী-পুরুষ উভয়ের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও সোশ্যাল মিউচুয়ালিটি এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে কাজ করে। তারা নারীর উপর পুরুষের নিয়ন্ত্রণ অথবা পুরুরষের উপর নারীর নিয়ন্ত্রণ কোনোটাই সমর্থণ করে না।

ফেমিনিজম বা নারীবাদ মনে করে নারী-পুরুষের মধ্যকার বিরোধ, অবদমন, নির্যাতনের পেছনে নানাভাবে অর্থনীতিও দায়ী। তাই তারা নারী-পুরুষ উভয়ের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে।

সমালোচনার মূল কারণ বেকারদের বিয়ে না করা!

নারীবাদীরা বেকার ছেলেদের বিয়ে করে না কারণ তারা জানে এই সম্পর্ক টিকবে না। যেখানে একজনের প্রতি অন্যজনের অর্থনৈতিক নির্ভরশীলতা আসে, সেখানে নির্যাতন, অবদমন, অপমান, শ্লাঘ আসবেই। তাই ফেমিনিস্টরা বেকারদের বিয়ে করে না।

অনেকেই বলে ছেলেরা যদি বেকার মেয়েদের বিয়ে করতে পারে তাহলে মেয়েরা ক্যান পারবে না!

ছেলেরা বেকার মেয়েদের বিয়ে করে কারণ মেয়েটার অর্থনৈতিক নির্ভরশীলতা ছেলেটার প্রতি থাকায় মেয়েটার কোনো সামগ্রিক আত্মসম্মানবোধ থাকে না, ইনফেরিয়র মনে করে নিজেকে, মেয়েটাকে অবদমিত করে রাখতে সুবিধা হয়। কিছু হইলেই তালাক, চড়-চাপড়ের হুমকি ধামকি দেওয়া যায়। তাতে করে মেয়েটাকে চুপ করিয়ে রাখা তো যায়ই।

নারীবাদীরা বেকার ছেলেদের বিয়ে করে না কারণ তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ, ভালোবাসা। আর ছেলেরা বেকার মেয়েদের বিয়ে করে কারণ মেয়েটাকে নির্যাতন, ম্যারিটাল রেপ, অবদমন করার বিপরীতে যেন কোনো টু শব্দ না করে, সেইজন্য।

 

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব বক্তব্য]