January 13, 2025
নারী'র খবরবিদেশফিচার ২

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে নারী সাংবাদিক নিহত

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। মালালা মাইওয়ানদি নামের ওই সাংবাদিক বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার সময় বন্দুকধারীর হামলার শিকার হন। এ সময় রাস্তা আটকে তার গাড়িতে গুলিবর্ষণ করা হয়। ওই হামলাতে নিহত হন মাইওয়ানদি। আফগানিস্তানে সাম্প্রতিককালে নারী অধিকার কর্মী ও সাংবাদিকদের উপর নিয়মিত প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। মালালা মাওয়ানদি এসব সিরিজ হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার হলেন। চলতি বছরে এ নিয়ে দেশটিতে সন্ত্রাসী হামলায় ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন।

বিবিসি’র খবরে জানা যায়, দেশটির পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। মাইওয়ানদি আফগানিস্তানের একিনকাস টিভির ও রেডিও’র একজন সাংবাদিক। বৃহস্পতিবার কর্মস্থলে যাওয়ার পথে তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে বন্দুকধারী। ওই হামলায় মালালা মাইওয়ানদি ও তার গাড়ি চালক মোহাম্মদ তাহির  নিহত হন।

রাজ্যের গভর্নরের মুখপাত্র আতিউল্লাহ খোগিয়ানি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, বন্দুকধারী সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে পালিয়েছে। সে কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য কি না তা এখনও জানা যায়নি। এদিকে তালিবান এ হত্যাকাণ্ডে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে এক বিবৃতি দিয়েছে। এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। তবে ঘটনার প্রতিক্রিয়ায় বক্তব্য রাখার সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিয়ান জানিয়েছেন, গত ১৫ বছরে তার দেশে বেশিরভাগ সাংবাদিক নিহত হয়েছে তালিবানের হাতেই।

মালালা মাইয়ানদির মৃতদেহ নিয়ে শোক করছেন স্থানীয়রা। ছবি: গেটি ইমেজেস

মাইওয়ানদি আফগানিস্তানে সাংবাদিকতার পাশাপাশি নারী অধিকার আন্দোলনের একজন শীর্ষস্থানীয় কর্মী। এর আগে তিনি আফগানিস্তানে নারীদের পক্ষে সাংবাদিকতার সবচেয়ে কঠিন বলে একাধিক বক্তব্য রেখেছিলেন। উল্লেখ্য, মালালা মাইওয়ানদির মা-ও ছিলেন নারীবাদী আন্দোলনের শীর্ষ কর্মী। ৫ বছর আগে এরকম এক বন্দুক হামলায় তিনিও নিহত হয়েছিলেন।

আফগানিস্তান নারী সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রতিকূল দেশগুলোর একটি। গত মাসে রেডিও আজাদির সাংবাদিক ইলিয়াস দায়ী ও টিওএলও নিউজের প্রাক্তন প্রেজেন্টার ইয়ামা সিয়াশ বোমা হামলায় নিহত হয়েছিলেন।