May 19, 2024
নারী'র খবরবিদেশফিচার ২

লকডাউনে সেজেগুজে স্বামীকে খুশি রাখার পরামর্শ: ক্ষমা প্রার্থণা

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। করোনা ভাইরাস লকডাউনের সময় মালয়শিয়া সরকারের নারী উন্নয়ন বিভাগ নারীদের সুন্দর কাপড় পরতে, মেকআপ করতে ও স্বামীদের সঙ্গে ঠাট্টা না করতে পরামর্শ দিয়েছিল। এরপরই তুমুল সমালোচনার মুখে পড়ে তারা। অবশেষে এই ঘটনায় নারীদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল দেশটির সরকার।

সারা বিশ্বের মত মালয়শিয়াতেও করোনাভাইরাসের জন্য সব কিছু বন্ধ করা হয়েছে। এই অবস্থায় দেশটির নারী উন্নয়ন বিভাগ তাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেইজে নারীদের জন্য প্রচারণামূলক বিভিন্ন পোস্টার প্রকাশ করে। একটি প্রাচারণামূলক পোস্টারে দেখা যায় এক ব্যক্তি সোফায় বসে আছে। সেখানে মহিলাদের উদ্দেশ্যে লেখা, যদি তারা বাড়ির কাজকর্মে সাহায্য চায় তাহলে স্বামীদের কটাক্ষ করা যাবে না।

অন্য পরামর্শে বলা হয়, তারা যদি স্বামীদের ঘরের কাজ করতে বলেন তবে যেন কার্টুন চরিত্র রোবট বেড়াল ডোরেমনের কণ্ঠ অনুকরণ করে। অন্য পোস্টারে লেগিনস পরা এক নারীর ছবি দিয়ে সেটিকে বড় আকারের স্ল্যাশ চিহ্ন দিয়ে কেটে দেওয়া। অর্থাৎ এমন পোশাক পরা যাবে না। আর একটি পোস্টারে একটি নারীমুখের সঙ্গে দুটি মেকআপ ব্রাশ ও একটি লিপস্টিক।

পোস্টারগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে ফেসবুক কর্তৃপক্ষ ছবিগুলো মুছে ফেলে। এক বিবৃতিতে মহিলা উন্নয়ন বিভাগ বলে, ‘আমাদের দেওয়া পরামর্শগুলোর কয়েকটি অনুপযুক্ত। এটি কাউকে আঘাত করে থাকলে আমরা ক্ষমা চাইছি।’