November 22, 2024
ফিচার ৩মুক্তমত

ভালো বাবা আছে, কিন্তু খারাপ বাবাও কম নেই

তানজিয়া রহমান।। “পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই।” হুমায়ুন আহমেদের এই উক্তিটা আমি ঠিক বুঝে উঠি না কোন অর্থে উনি বলেছেন।

আমি বহু বাবা দেখেছি যারা সন্তানটিকে গর্ভেই পাঠান শুধু। কিন্তু সন্তান গর্ভে থাকা অবস্থা থেকে শুরু করে অবহেলা। বহু গর্ভবতী মহিলাকে চেকআপের জন্যও একাই যেতে হয়, এমনকি লাস্ট চেক আপেও একা যান অনেকে। আবার বাচ্চা গর্ভে নিয়ে সব রকমের কাজ একাই করতে হয় অনেককে। তারপর সদ্য জন্ম নেয়া শিশুকে নিয়ে কয়েকমাস যে রাত দিন পরিশ্রম সেটার আঁচও লাগেনা অনেক বাবার গায়ে। তারা দিব্যি দুপুরের ভাত ঘুমসহ রাতে যথা সময়ে শুয়ে গভীর ঘুম দেন।

বাচ্চার নাওয়া, খাওয়া এমনকি কয়েক মিনিট পর পর যে হিসু করে সেই কাঁথা পাল্টাতে না পারা বাবা দেখেছি। তারা চিৎকার করে বউকে ডাকে- বাচ্চার হিসুতে শুয়ে ঠান্ডা লাগবে কাঁথা পাল্টাও। বউরা কাজ ফেলে আসে কাথা পাল্টাতে। আর তারা হা করে বসে কাথা পাল্টানো দেখে।

সন্তানের পড়ালেখা শুরু করলে কখনো সন্তানকে পড়াতে বসান না এমন বাবা আমি অনেক দেখেছি। সন্তানের পড়া রেডি করা, ব্যাগ গুছানো, টিফিন করা, খাওয়ানো, রেডি করানো, স্কুলে আনা নেয়া এসবের ধারের কাছেও ঘেষেন না এমন বাবা তো কতই আছে। সন্তানের খরচ বহন না করা বাবা! সেও নেহাৎ কম নয়।

শাসনের নামে প্রাপ্তবয়স্ক সন্তানকে পিটানো বাবা! সন্তানের সকল দোষ মায়ের কাধে চাপিয়ে দিয়ে গুন গুলো সব নিজের রক্ত বলে বড়াই করা। সন্তান কথার অবাধ্য হলে মাকে অত্যাচার করা বাবা অনেক আছে।

আর আমি পুরুষ, আমি সংসারের কর্তা বলে সারাদিন পায়ের উপর পা তুলে হুকুম দেয়া আর তরকারিতে নুন সামান্য বেশি হলে হুংকার ছেড়ে থালা বাটি ভাঙা, খাবারে পানি ঢেলে বউ পিটানো বাবাও আছে।

চোর, ডাকাত, ইভটিজার, ধর্ষক, নির্যাতক, লুচ্চা, বদমাশ, বাটপার বাবাও আছে।

বাবাদেরও সন্তানের প্রতি দায়িত্ব থাকে যতটা মায়ের থাকে। তাহলে কিছু বাবা এমন জন্ম দিয়েই দায়িত্ব থেকে গা ঝাড়া কেন দেয়? সারাবছর সন্তানের খোঁজ না রেখে মাঝে মাঝে এসে বাবা বাবা করে শুধু গিফট দিলেই কি বাবার দায়িত্ব পূরণ হয়ে যায়?

বাবাদের দায়িত্ব পালনের অক্ষমতাকে সাধারণত যেভাবে দেখানো হয়- বাবারা ছেলে পেলে সামলাতে পারেনা বা জীবিকা নির্বাহের জন্য যে যা করে সেটা উল্লেখ করে বলে কাজে ব্যস্ত থাকে রাখবে কখন? আচ্ছা মায়েরাও তো কাজে ব্যস্ত থাকে, বহু ঝামেলার কাজ, হাজার রকমের কাজ। এইসব করেও বাচ্চার সব কিছু মায়েরা করতে পারে। তাদের পারতেই হয়। তারা যে মা। আর বাপরা যে কর্তা, বেটা মানুষ তাই তারা পারে না এইটা হচ্ছে মূল কথা।

যখন বাবার অপকর্মের কথা সন্তানরা জানে তখন তো সে আর সন্তানের কাছে বাবা থাকে না। তখন শুধু জন্মদাতা থেকে যায়।

হ্যাঁ, ভালো বাবা আছে কিন্তু খারাপ বাবাও কম নেই। সব ‘বাবারা খারাপ’ আমি এটা বলছি না। বলছি, অসংখ্য ‘খারাপ জন্মদাতা’ আছে।

[ফেমিনিস্ট ফ্যাক্টরে প্রকাশিত মুক্তমত লেখকের নিজস্ব বক্তব্য]