January 13, 2025
নারী'র খবরবিদেশফিচার ২

ধর্ষণের শাস্তি হিসেবে খোজাকরণের অধ্যাদেশ জারি পাকিস্তানে

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।। ধর্ষণের শাস্তি হিসেবে রাসায়নিকভাবে খোজাকরণের অধ্যাদেশ জারি করলো পাকিস্তান। ধর্ষণের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে নতুন ধর্ষণবিরোধী এ অধ্যাদেশ করেছে দেশটি। এতে স্বাক্ষর করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি। শিগরিরই এটি চূড়ান্তভাবে আইন হিসেবে পাশ হবে।

যৌন নিপীড়কদের জাতীয় তালিকা তৈরি, ধর্ষণের শিকার নারীদের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং ক্ষেত্র বিশেষে অপরাধীদের রাসায়নিকভাবে খোজাকরণ করার পদক্ষেপ নেবার সুযোগ রেখে এই অধ্যাদেশ জারি করা হলো। এর ফলে ধর্ষণের মামলা বিশেষ দ্রুত বিচার আদালতে করা হবে, রায় হয়ে যাবে চার মাসের মধ্যে।

গত সেপ্টেম্বরে লাহোরে একটি মহাসড়কের পাশে দুই সন্তানের সামনে একজন নারী যৌন নির্যাতনের শিকার হন।  লাহোরের পুলিশের শীর্ষ কর্মকর্তা ঐ ঘটনার পরদিন এক বক্তব্যে মন্তব্য করেন যে ঘটনার জন্য ঐ নারীও আংশিকভাবে দায়ী ছিলেন। এতে ব্যাপক গণরোষ তৈরি হয়েছিল দেশটিতে। এ ঘটনাকে কেন্দ্র করেই এই নতুন আইনটি হলো।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রিসভা গতমাসে অধ্যাদেশটির অনুমোদন দেন এবং মঙ্গলবার প্রেসিডেন্ট আরিফ আলভি এটিতে স্বাক্ষর করেন। পরবর্তী ১২০ দিনের মধ্যে সংসদে উত্থাপনের পর এটি চূড়ান্ত আইন হিসেবে প্রতিষ্ঠা পাবে। ততদিন পর্যন্ত অধ্যাদেশটি বলবৎ থাকবে।