April 5, 2025
সাহিত্যকবিতাফিচার ৩

মায়া অ্যাঞ্জেলো’র কবিতা: নারী, আমি

মায়া অ্যাঞ্জেলো ( ১৯২৮ – ২০১৪)  আমেরিকান কবি, গায়ক, স্মৃতিকথাবিদ এবং নাগরিক অধিকারকর্মী। তাঁর কবিতা Woman Me এর অনুবাদ করেছেন মেহেরুন নূর রহমান।।

নারী, আমি

তোমার হাসি নাজুক, সূক্ষ

যেন ছড়াচ্ছে শান্তির জনশ্রুতি

তোমার স্তনের বিভাজনে আশ্রয় নেয় নিঃশ্বব্দ বিপ্লব

 ভিখারী, রাজা, কিংবা লাল পোশাকের পুরোহিত

মহিমা প্রত্যাশা করে তোমার উরুর সংযোগস্থলে

তুমি সিংহের দৃঢ়মুষ্ঠি বা মেষশাবকের নরম কোল

তোমার অশ্রু, মূল্যবান রত্ন ছড়ানো রাজমুকুট

যার জন্য ফেরাউনরা যাত্রা করেছিলো নীল নদের গভীরে

দক্ষিণী জলের উৎস দ্রুত বন্ধ করে তাদের দরজা

যখন মৃত্যুর বার্তাবাহক বাতাস তোমার নাম নিয়ে বয়ে যায়

তুমি হ্যারিকেনের নববধূ, গ্রীষ্মের ঝড়ো হাওয়া

তোমার হাসি, উচ্চস্বরে বাজে

ধ্বংসপ্রাপ্ত ক্যাথেড্রালের ঘণ্টাধনির চেয়ে উঁচুতে

শিশুরা তোমার সুগঠিত দাঁতের দ্বারস্থ হয়

তাদের জীবন পদ্ধতি নির্ধারণ করতে

তুমি প্রবল পদাঘাত, ক্ষিপ্রগতির যুথবদ্ধ হাত