December 23, 2024
মুক্তমত

ফেমিনিস্ট ফ্যাক্টর সব সংস্কারকে চ্যালেঞ্জ করে যাচ্ছে

ক্যামেলিয়া আলম।। আজ ফেমিনিস্ট ফ্যাক্টরের প্রথম জন্মদিন। প্রথম মনে হতেই চমক লাগলো। এই অল্প সময়ের মাঝে এই পত্রিকাটি শুধুমাত্র বিভিন্ন জনের মুখ খোলার স্পেসই তৈরি করেনি, নানা গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করে রীতিমতো অ্যাকাডেমিক সহযোগিতার এক জায়গা করে দিয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিতর্কিত বিষয়গুলোকে নিয়ে লাইভের মাধ্যমে নারীদের উপর চলমান সংস্কারকে যেভাবে চ্যালেঞ্জ করে যাচ্ছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।

পত্রিকাটির সাথে লেখালেখির মাধ্যমে সংযুক্ত থাকতে পেরে রীতিমতো স্বস্তি পাচ্ছি এজন্য যে, আমি একা নই, আমার পাশে আছে একটা বড় পরিবার। আজ আমার প্রথম সন্তানেরও জন্মদিন। এই পত্রিকার জন্মদিনটি তাই কখনও ভুলবো না।

ফেমিনিস্ট ফ্যাক্টরের জন্য প্রাণঢালা ভালোবাসা। উত্তরোত্তর সমৃদ্ধি ঘটুক, উন্মুখ হয়ে অনাগত দিনগুলোতে সেই আশাবাদ রাখছি।