May 19, 2024
সাহিত্যকবিতাফিচার ৩

ইচ্ছে সমীপে

সাদিয়া মেহজাবিন ।।

 

তোমরা চাইলে আমাকে বাঁচাতে পারো

আত্মহত্যা কিংবা

দেহের মৃত্যু থেকে।

তোমরা চাইলে আমাকে বাঁচাতে পারো

দমবন্ধ হয়ে যাওয়া সে কেবিনেট কিংবা

সাপের ছোবল থেকে।

তোমরা চাইলে আমাকে বাঁচাতে পারো

রাস্তায় হাঁটা সে পাগল কিংবা

শূন্যে ভাসা আমার আমিকে।

তোমরা চাইলে আমাকে বাঁচাতে পারো

আকাশে জমা কালো মেঘ কিংবা

মনের ব্যাথা থেকে।

তোমরা চাইলে আমাকে বাঁচাতে পারো

শয়তানের নগ্ন হাসি কিংবা

চাষার দুঃখ থেকে।

তোমরা চাইলে আমাকে বাঁচাতে পারো

অসম্ভব বেদনা কিংবা

অসম্ভব হাসি থেকে।

তোমরা পারো কিংবা পারো না

চাইলেই পারো তবুও

পারো কিংবা পারো না।

তোমরা চাইলেই পারো

আত্মহত্যা কিংবা

মুক্তি দিতে।

তোমরা চাইলেও পারো না

বিবেক কিংবা

আবেগ কিংবা

আমাকে বা তোমাকে

বাঁচাতে বা বাঁচতে দিতে।