December 23, 2024
সাহিত্যকবিতা

মুনিয়াকে নিয়ে দু’টি কবিতা 

মাসুদুল হক।।

 

১. আমাদের মুনিয়া

 

বিশ্বজুড়ে শখের পোষা পাখি মুনিয়া

বড়লোকেরা প্রায়ই  খাঁচায় ভরে রাখে

অথচ এরা কিন্তু স্বাধীন

সামান্য আদরে খাঁচায় উঠে আসে

ঐটুকু আদরের নাম লোভ

এতোটুকুই ভুল ছিল আমাদের মুনিয়ার!

 

২. গড্ডলিকা প্রবাহ

 

বড়লোকের ছেলেটা গড্ডল চেনে না;

চেনে গড্ডলিকা

কামনার মেষ বড়লোক ছোটলোক

বোঝে না — প্রবাহের মতো ছুটে চলে

মেষীর পেছনে

তাই বুঝি বড়লোকের ছেলেটা

গড্ডলিকা প্রবাহে

মুনিয়া নামের মেয়েটিকে

নিয়ে আসে অভিজাত খোয়াড়ে!