May 16, 2024
নারী'র খবরবিদেশফিচার ৩

মিলিটারি প্যারেডে নারীদের হাইহিল; ক্ষমা চাওয়ার পরামর্শ

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক: ইউক্রেনে আগামী মাসে স্বাধীনতা দিবসে নারী সেনা সদস্যদের হাইহিল পরিয়ে মিলিটারি প্যারেড করানোর পরিকল্পনা প্রকাশ হওয়ার পর দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেওয়া এ পরিকল্পনা অনুযায়ী একদল নারী সেনা সদস্য মিলিটারি বুটের পরিবর্তে হাইহিল পরে প্যারেড অনুশীলন করেন। এ অনুশীলনের ছবি প্রকাশ হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন পরিকল্পনাকে লিঙ্গভিত্তিক ভেদাভেদ হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা চলছে। নারী সেনা সদস্যদের প্যারেডের সময় মিলিটারি বুট জুতার পরিবর্তে হাইহিল পরানোর পরিকল্পনাকে ‘সেক্সিজম’ বলে আখ্যায়িত করেছেন দেশটির রাজনীতিবিদ, নারী অধিকারকর্মী থেকে সাধারণ মানুষ।

ইতিমধ্যে ইউক্রেনের পার্লামেন্ট সদস্যদের একটি দল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রিয়ে তারানাকে এ ঘটনার দায় নিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছে।

দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার ওলেনা কন্দ্রাতিওউক এমন পরিকল্পনার মাধ্যমে ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় অস্ত্র হাতে লড়াই করা নারীদের অবমাননা করা হয়েছে বলে মনে করেন। তিনি এ ঘটনার জন্য দায়ী কর্তৃপক্ষকে জনসম্মুখে ক্ষমা চাইতে বলেছেন।

রাজনৈতিক বিশ্লেষক ভিটালি পর্টনিকভ এ পরিকল্পনাকে মধ্যযুগীয় বলে উল্লেখ করে বলেছেন, ‘মিলিটারি প্যারেডে নারীদের হাইহিল পরানোর পরিকল্পনাটি অপমানজনক। এটি মধ্যযুগীয় মানসিকতার বহিঃপ্রকাশ’।

ইউক্রেনের বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্য ইরিনা গ্যারাশচেনকো বলেন, ‘এমন পরিকল্পনা মূলত সেক্সিজম ও অসমতার চর্চা ছাড়া কিছু নয়। মিলিটারি বুট জুতার পরিবর্তে কম্বেট ট্রাউজারের সঙ্গে হাইহিল পরে নারীদের প্যারেড রিহার্সেলের ছবি দেখে আমি প্রথমে বিশ্বাস করেনি। আমি ভেবেছিলাম এটি সম্ভবত ভুয়া ছবি’।

ইউক্রেন সেনাবাহিনীর সাবেক প্রবীণ এক সদস্য মারিয়া বার্লিনসকায়া এ ব্যাপারে বলেন, ‘মিলিটারি প্যারেডে মূলত বাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করা হয়। কিন্তু নারী সদস্যদের হাইহিল পরানোর পরিকল্পনাটি আসলে গ্র্যান্ডস্ট্যান্ডে উপস্থিত শীর্ষ কর্মকর্তাদের মনোরঞ্জন করার চেষ্টা ছাড়া কিছুই নয়’।

ইউক্রেন পার্লামেন্টের সদস্য ইনা সউভসউন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি নির্বোধের নেওয়া একটি উদ্যোগ। এ পরিকল্পনাটি মূলত নারী বিষয়ক স্টেরিওটাইপগুলোরই চর্চা। তারা মনে করে, নারীর ভূমিকা হলো স্রেফ একটি সুন্দর পুতুলের মতো’।

উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট ইউক্রেনের ৩০তম স্বাধীনতা দিবস। ৩০ বছর আগে এদিন ভেঙে যাওয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়ে যায় ইউক্রেন। এ দিবসটি উপলক্ষে মিলিটারি প্যারেড অনুষ্ঠিত হবে। ওই প্যারেডে সেনাবাহিনীর নারী সদস্যদের স্বাভাবিক সেনা ইউনিফর্মের পরিবর্তে হাইহিল পরানোর পরিকল্পনা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে নারী সদস্যরা হাইহিল পরে রিহার্সেলও করেছেন। ওই রিহার্সেলের ছবি প্রকাশ হওয়ার পর থেকেই সমালোচনা তুঙ্গে উঠেছে।

নারী সদস্যরা মিলিটারি বুট জুতার পরিবর্তে হাইহিল পরে প্যারেডে অংশ নেওয়াকে ইতিমধ্যে তুলনামূলক কঠিন বলে জানিয়েছেন। ইভানা মেদভিদ নামক এক নারী সেনা সদস্য হাইহিল পরে প্যারেডের ব্যাপারে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেছিলেন, ‘আজ আমরা প্রথমবারের মতো হাইহিল প্যারেডের অনুশীলন করছি। এটি স্বাভাবিক মিলিটারি জুতা পরে প্যারেডের চেয়ে কঠিন। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি’।