December 23, 2024
সাহিত্যবই নিয়ে আলাপ

বর্ণালী সাহা’র ‘জবরখাকি’ এবারের বইমেলায়

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক।।

অমর একুশে বইমেলা ২০২২ এ প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক বর্ণালী সাহার গল্পগ্রন্থ ‘জবরখাকি’। বইটি প্রকাশ করছে ইউপিএল। এটি লেখকের প্রকাশিত তৃতীয় বই।

‘জবরখাকি’ বইটিতে পাঠকেরা আটটি ছোট-বড় গল্প পাবেন। নামগল্পটি দুই নারীর অসফল সমপ্রেমের গল্প; এছাড়াও আছে চন্দ্রাবতীর রামায়ণের গল্পকে কেন্দ্র করে একটা দীর্ঘ সমকালীন মেটাফিকশন (গল্পের ভিতর গল্প), যে রামায়ণ এতটাই সীতাকেন্দ্রিক যে নবনীতা দেবসেন ওটাকে বলেছিলেন ‘সীতায়ন’। এই বইয়ের বাকি গল্পগুলির দুনিয়াতে আছে গণহিস্টিরিয়া, সন্ত্রাস, সিরিয়াল কিলিং, মাদকদ্রব্যের চালান, মারী, মাতৃত্ব, অপত্য ও আধুনিক নারীপুরুষের তীব্রগম্ভীর জীবনজিজ্ঞাসা।

‘জবরখাকি’ বইটির ভূমিকা বলছে – ‘‘বর্ণালী সাহার প্রথম গল্পগ্রন্থ “আম্মা ও দূরসম্পর্কের গানগুলি” ও দ্বিতীয় গ্রন্থ “দ্যা নর্থ এন্ড” (উপন্যাস) যাঁরা পড়েছেন, তাঁরা জানেন যে তাঁর গদ্যভাষা জটিল, বহুস্তরিক ও ক্ষেত্রবিশেষে পাঠকের প্রতি নিষ্করুণ – ভাষা এখানে র‍্যাডিক্যাল চিন্তার আধার এবং আধেয়, দুইই। আমাদের সময়ের কথাসাহিত্যে নতুন ধারার সন্ধান যাঁরা পেতে চান, এবং ভাষা, কল্পনা ও নন্দনের পথ দিয়ে যাঁরা জীবনের সাথে চলমান বোঝাপড়ার মধ্যবিন্দুতে পৌঁছাতে চান, তাঁরা নিশ্চয়ই ‘জবরখাকি’ পড়বেন”।

বর্ণালী সাহার জন্ম ১৯৮৩ সনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট থেকে স্নাতক এবং মেলবোর্ন বিজনেস স্কুল (মেলবোর্ন বিশ্ববিদ্য়ালয়, অস্ট্রেলিয়া) থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা সমাপ্ত করেন। শৈশব থেকে রাগসঙ্গীতের চর্চা করেছেন- শিক্ষার্থী এবং গবেষক হিসাবে কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির সঙ্গেও যুক্ত ছিলেন। ঢাকা, লন্ডন এবং মেলবোর্নে একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় ও পরামর্শক পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মেলবোর্নে বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *