December 23, 2024
নারী'র খবরবিদেশফিচার ৩

যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকার বাতিল

ফেমিনিস্ট ফ্যাক্টর ডেস্ক ।। নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে এর অনুমোদন দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তের ক্ষমতা প্রতিটি অঙ্গরাজ্যের ওপর ছেড়ে দিয়েছে। খবর বিবিসি’র।

৫০ বছর আগে এক মামলায় যে রায়টিতে গর্ভপাতকে বৈধ করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তা পাল্টে দেয়ার কথা ভাবছে – এমন এক নথি কিছুদিন আগে ফাঁস হয়। তা নিয়ে চলে তুমুল বিতর্ক। ‘রো বনাম ওয়েড’ নামের সেই মামলাটির সেই রায় পাল্টে দিলেন এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত।

মিসিসিপি অঙ্গরাজ্যে গর্ভধারণের ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করাকে চ্যালেঞ্জ করে এক মামলা হয়। তার রায় রাজ্য সরকারের পক্ষে হলে গর্ভপাতের সাংবিধানিক অধিকার কার্যত রহিত হয়ে যায়। এর রায়ে বলা হয়, “গর্ভপাতের অধিকার সংবিধানের আওতায় থাকতে পারেনা’’। আরো বলা হয়- ‘‘গর্ভপাত নিয়ন্ত্রণের অধিকার অবশ্যই মানুষের এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ন্যস্ত করা উচিৎ।”

মার্কিনগর্ভপাতের সাংবিধানিক অধিকার রহিত করার পক্ষে মত দেন ছয় বিচারক, বিপক্ষে তিনজন। এই রায়ের পর অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ হবে, আরোপ হবে নানান বিধিনিষেধ, এমনটাই ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *